বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আল্লাহর রাস্তায় ব্যয় করার গুরুত্ব অপরিসীম

মুফতি মুহাম্মদ আল আমিন

আল্লাহর রাস্তায় ব্যয় করার গুরুত্ব অপরিসীম

আমাদের জানমালের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ধনসম্পদ দান করেন। যাকে ইচ্ছা দান করেন না। যাকে ইচ্ছা বেশি দান করেন। যাকে ইচ্ছা কম দান করেন। আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ‘আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ কর তোমাদের কারও মৃত্যু আসার আগেই। অন্যথায় অনুতাপ-অনুশোচনা করে বলতে হবে, হে পরোয়ারদিগার, আমাকে যদি অল্প কিছু সময়ের অবকাশ দিতে, তাহলে আমি দান খয়রাত করতাম এবং নেক লোকদের একজন হতাম। কারও মৃত্যুর নির্ধারিত সময় আসার পর আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। আল্লাহ তোমাদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল এবং জ্ঞাত।’  সূরা আল মুনাফিকুন : ২০-১১। ধনসম্পদ কোথায় ব্যয় করব এবং কার জন্য ব্যয় করব— এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, ‘লোকেরা জিজ্ঞাসা করছে, আমরা কি ব্যয় করব? বলে দাও, যে অর্থই তোমরা ব্যয় কর না কেন তা নিজেদের মাতা-পিতা, আত্মীয়স্বজন, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য ব্যয় কর। আর যে সৎকাজই তোমরা করবে সে সম্পর্কে আল্লাহ অবগত হবেন।’ সূরা আল বাকারাহ : ২১৫। ব্যয় করতে হবে প্রিয় বস্তু। ইরশাদ হচ্ছে, ‘তোমরা নেকি অর্জন করতে পার না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো (আল্লাহর পথে) ব্যয় কর। আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ সে বিষয় সম্পর্কে পূর্ণরূপে অবহিত।’  সূরা আলে ইমরান : ৯২। খারাপ কাজে ব্যয় করা যাবে না। আল্লাহপাক বলেন, ‘তোমরা বাজে খরচ কর না। যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই, আর যারা শয়তান তারা রবের প্রতি অকৃতজ্ঞ।’ সূরা বনী ইসরাঈল : আয়াত ২৭। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লার রাস্তায় ব্যয় করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আল কোরআনে ইরশাদ হচ্ছে, ‘(হে মুহাম্মদ) লোকেরা আপনাকে জিজ্ঞেস করছে : আমরা আল্লাহর পথে কি ব্যয় করব? বলে দিন : যা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত হয় (তা ব্যয় কর)। এভাবে আল্লাহ তোমাদের জন্য দ্ব্যর্থহীন সুস্পষ্ট বিধান বর্ণনা করেন, হয়তো তোমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্য চিন্তা করবে।’ সূরা আল বাকারাহ : ২১৯। সবাই নিজ নিজ অবস্থা অনুযায়ী ব্যয় করবে। আল্লাহপাক বলেন, ‘সচ্ছল লোক নিজের সচ্ছলতা অনুযায়ী ব্যয়ভার বহন করবে। আর যাকে কম রিজিক দেওয়া হয়েছে, সে তার সেই সম্পদ থেকে ব্যয় করবে যা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ যাকে যতটা দিয়েছেন, তার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তার ওপর চাপিয়ে দেন না। এটা অসম্ভব নয় যে, আল্লাহ অসচ্ছলতার পর প্রাচুর্যও দান করবেন।’ সূরা আত-তালাক : ৭। আল্লাহর রাস্তায় ধনসম্পদ ব্যয় না করলে একদিন আফসোস করতে হবে। এ বিষয়ে এসেছে, ‘হে ইমানদানগণ! আমি তোমাদের যা কিছু ধনসম্পদ দিয়েছি তা থেকে ব্যয় কর, সেই দিনটি আসার আগে, যেদিন কেনাবেচা চলবে না, বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারও কোনো সুপারিশও কাজে আসবে না। আর জালেম আসলে সেই ব্যক্তি যে কুফরি নীতি অবলম্বন করে।’  সূরা আল বাকারাহ : ২৫৪।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা

সর্বশেষ খবর