শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আখেরাতে আল্লাহ বান্দার হকের হিসাব নেবেন

মাওলানা আবদুর রশিদ

ইসলাম প্রতিটি মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আখেরাতের দিনে এ বিষয়ে হিসাব নেওয়া হবে। জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন : আমার কাছে একটি হাদিসের সংবাদ পৌঁছেছে, যা কোনো এক ব্যক্তির কাছে রয়েছে যে তা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে। অতঃপর আমি একটি উট খরিদ করি ও তাতে সফর করি, অতঃপর এক মাস সফর করে শামে গিয়ে তার সাক্ষাৎ লাভ করি, দেখলাম তিনি আব্দুল্লাহ ইবনে উনাইস। আমি দারোয়ানকে বললাম : তাকে বল, জাবের দরজায় অপেক্ষা করছে। তিনি বললেন: (জাবের) ইবনে আব্দুল্লাহ? আমি বললাম: হ্যাঁ, তিনি নিজ কাপড় হেঁচড়াতে হেঁচড়াতে বের হলেন, অতঃপর আমার সঙ্গে আলিঙ্গন করলেন, আমিও তার সঙ্গে আলিঙ্গন করলাম। আমি বললাম আপনার কাছ থেকে আমার কাছে কিসাস সম্পর্কে একটি হাদিস পৌঁছেছে যে, আপনি তা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রবণ করেছেন। আমি আশঙ্কা করছিলাম, হয় আপনি মারা যাবেন, অথবা আমিই মারা যাব তা শ্রবণ করার আগে। তিনি বললেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : ‘কেয়ামতের দিন মানুষদের অথবা বলেছেন, বান্দাদের হাজির করা হবে, (উরাত) উলঙ্গ, (গুরলান) খত্নাবিহীন, (বুহমান) রিক্ত হস্তে’। তিনি বলেন, আমরা বললাম বুহমান কি? তিনি বললেন, ‘তাদের সঙ্গে কিছু থাকবে না। অতঃপর তিনি তাদের নির্দিষ্ট আওয়াজ দ্বারা ডাক দিবেন যা কাছ থেকে শোনা যাবে; আমিই বাদশাহ, আমি প্রতিদান দানকারী, কোনো জাহান্নামী যার কোনো জান্নাতির কাছে হক রয়েছে জাহান্নামে প্রবেশ করবে না, যতক্ষণ না আমি তার থেকে তাকে কিসাস পাইয়ে দিব। কোনো জান্নাতি যার কাছে কোনো জাহান্নামীর হক রয়েছে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না আমি তার থেকে তাকে কিসাস পাইয়ে দিব, এমনকি চড় পর্যন্ত।’ তিনি বলেন, আমরা বললাম : কীভাবে তা সম্ভব হবে, আমরা তো তখন আল্লাহর কাছে উলঙ্গ, গুরলান বুহমান হাজির হব? তিনি বললেন, নেকি ও পাপের মাধ্যমে। (আহমদ, বুখারি ফিল আদাবিল মুফরাদ, আবু আসেম, হাকেম)।

     লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর