সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপ্লবের বাতিঘর কাস্ত্রো

মুক্তিযুদ্ধের বন্ধুকে শেষ অভিবাদন

সর্বকালের অন্যতম সেরা বিপ্লবী ফিদেল কাস্ত্রো গত শুক্রবার বিদায় নিয়েছেন। কিউবা বিপ্লবের এই মহানায়কের মৃত্যুর মাধ্যমে তার দেশ যেমন একজন মহান নেতাকে হারিয়েছে তেমন বাংলাদেশ হারিয়েছে একজন অকৃত্রিম বন্ধুকে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন কিউবার এই অকুতোভয় নেতা। এই অনন্য অবদানের জন্য তাকে ২০১৩ সালে বংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের সূত্রে আবদ্ধ হয়েছিলেন তিনি। ১৯৭৪ সালে জোটনিরপেক্ষ আন্দোলনের আলজিয়ার্স শীর্ষ সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হয়। বঙ্গবন্ধু সম্পর্কে ফিদেল কাস্ত্রো মন্তব্য করেছিলেন ‘আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এ মানুষটি হিমালয়ের সমান। এভাবে আমি হিমালয় দেখারই অভিজ্ঞতা অর্জন করলাম।’ বঙ্গবন্ধু সম্পর্কে ফিদেলের এ মন্তব্য অমরতার দাবিদার। সংগ্রামী দুই মহান জাতির মৈত্রীবন্ধনেও এ মন্তব্য যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে। ১৯৫৯ সালে মার্কিন মদদপুষ্ট বাতিস্তা সরকারকে উত্খাত করে ক্ষমতায় আসেন ফিদেল কাস্ত্রো। বিশ্ব বিপ্লবে বিশ্বাস করতেন তিনি। একটি শোষণমুক্ত বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রবক্তা ছিলেন এই কিউবান নেতা। কিউবা বিপ্লবে ফিদেলের গড়া গেরিলা দলে আর্জেন্টিনার বিপ্লবী চে গুয়েভারা অংশ নেন। বন্ধু চে গুয়েভারাকে তিনি কিউবার অর্থমন্ত্রী পদে নিয়োগ করেন। যুক্তরাষ্ট্রের একেবারে পাশে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব সফল হওয়ার ঘটনাকে তারা কখনো মেনে নেয়নি। কিউবার বিপ্লব ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র উঠে পড়ে লাগে। সে দেশে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নেয়। এ প্রেক্ষাপটে কিউবার পক্ষে এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন। সে দেশে যুক্তরাষ্ট্রের দিকে তাক করে ক্ষেপণাস্ত্র বসানো হয়। বিশ্ব এক নতুন যুদ্ধের মুখোমুখি হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে পিছু হটতে হয়। যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থাকলেও দীর্ঘ ৬০ বছর ধরে অবরোধ জারি রাখে কিউবার বিরুদ্ধে। ১৯৭৪ সালে কিউবার কাছে বঙ্গবন্ধু সরকার পাট বিক্রি করলে যুক্তরাষ্ট্রের প্রতিশোধের কবলে পড়ে বাংলাদেশ। কিউবা বিপ্লবের মহানায়ক বিশ্ব বিপ্লবের বাতিঘর ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক আদর্শের সঙ্গে যে কারোর ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু তিনি যে সাম্য ও স্বাধীনতার মূর্ত প্রতীক ছিলেন তাতে সন্দেহের অবকাশ নেই। কাস্ত্রোকে বিদায়ী অভিবাদন।

সর্বশেষ খবর