বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ব্যবসায়ীদের আয় সবচেয়ে পবিত্র

মাওলানা মুহাম্মদ আশরাফ আলী

ইসলামী জীবনব্যবস্থায় ব্যবসা-বাণিজ্যসহ যাপিত জীবনের সবকিছুতেই পবিত্রতা বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে। হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বর্ণিত হাদিসে বলা হয়েছে- রসুলুল্লাহ (সা.) বলেছেন, সবচেয়ে পবিত্র রোজগার হচ্ছে ব্যবসায়ীদের রোজগার। এ ক্ষেত্রে শর্ত হলো তারা যখন কথা বলবেন মিথ্যা বলবেন না। কোনো আমানতের খেয়ানত করবেন না। কোনো পণ্য তিনি যখন ক্রয় করবেন তখন সেটিকে মন্দ সাব্যস্ত করে কম মূল্য দেওয়ার চেষ্টা করবেন না। নিজের দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে সে দ্রব্যের অহেতুক তারিফ করে ক্রেতাকে বিভ্রান্ত করবেন না। কারও কাছে তার ধার থাকলে পাওনাদারকে অসঙ্গতভাবে ঘুরাবেন না। কারও কাছে কিছু পাওনা থাকলে সে ক্ষেত্রে তাদের উত্ত্যক্ত করবেন না। যারা ব্যবসা করেন তারা যদি ব্যবসার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চান নিজেদের তাকওয়ার পরিচয় দেন তবে তা নিঃসন্দেহে হবে পুণ্যের কাজ। আল্লাহ যাদের পবিত্র রোজগার করার সুযোগ দিয়েছেন কেন তারা সে ব্যবসাকে অপবিত্র করবেন এ বিষয়ে সাবধান হওয়া উচিত। ব্যবসাকে যারা লাগামহীন মুনাফা অর্জনের পথ হিসেবে বেছে নেন তাদের রোজগারকে রসুল (সা.)-এর হাদিসে বর্ণিত পবিত্র রোজগার বলার অবকাশ নেই। আল্লাহর প্রতি ভয় থাকলে কেউ অন্যকে কষ্ট দিয়ে সংকটে ফেলে মুনাফার পথ বেছে নিতে পারে না। কেয়ামতের দিন তাদের এ জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। রসুল (সা.) এ সম্পর্কে বলেছেন, যারা আল্লাহকে ভয় করে, সত্ভাবে লেনদেন করে এবং সত্য বলে সেসব লোক ছাড়া কেয়ামতের দিন অন্য ব্যবসায়ীরা গোনাহগারদের কাতারে উত্থিত হবে। ইসলামে ব্যবসাকে বৈধতা দান করা হয়েছে। কারণ ব্যবসায় রয়েছে ব্যক্তিগত ও সামাজিক কল্যাণ। যারা তাকওয়ার দ্বারা প্রভাবিত হয়ে ব্যবসা-বাণিজ্য করেন তাদের কর্মকাণ্ড যেমন ব্যক্তির সমৃদ্ধি আনে তেমনি সামাজিক কল্যাণ নিশ্চিত করে। ইসলামী দৃষ্টিতে কোনো ধরনের অসততা ও অবৈধ কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। পবিত্র কোরআনের সূরা বাকারায় ব্যবসার যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ‘আল্লাহ বেচাকেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন।’ পণ্যে ভেজাল দেওয়া, অতি মুনাফা করা, প্রতারণা করা সুদের মতোই অন্যায়। ইসলামী দৃষ্টিতে ব্যবসা হলো একটি পবিত্র রোজগার। পবিত্র মনোভাব মানুষকে সফলকাম হতে সাহায্য করে। অপর মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে সহায়তা করে। পবিত্র কোরআনের সূরা আশ শামসের নবম ও দশম আয়াতে আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘সে-ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে এবং সে-ই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।’ আমরা যদি দুনিয়া ও আখিরাতের জীবনে সফল হতে চাই তবে ব্যবসা ক্ষেত্রে পবিত্রতার পথকে অনুসরণ করতে হবে।

লেখক : ইসলামী গবেষক

সর্বশেষ খবর