শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হাইকোর্টের প্রশংসনীয় নির্দেশ

স্বাস্থ্যব্যবস্থার অনিয়ম দূর হোক

বগুড়ার শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেওয়ার ঘটনা শেষ পর্যন্ত দেশের উচ্চ আদালতের নজরে এসেছে। হাইকোর্ট এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স সুষমা রানীকে তলব করেছে। গত বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চের এ তলব আদেশ দেশবাসীর জন্য এক আশাজাগানিয়া ঘটনা। সমাজের চারদিকে যখন অন্যায়ের ছড়াছড়ি, তখন হাইকোর্টের এই স্বতঃপ্রণোদিত আদেশ অন্যায়কারীদের মধ্যে ভয় সৃষ্টি করতে সক্ষম হবে বলে আশা করা যায়। স্মর্তব্য, একটি জাতীয় দৈনিকে গত বৃহস্পতিবার ‘তাড়িয়ে দিলো নার্স, মাঠে প্রসব : নবজাতকের মৃত্যু’ শিরোনামে সংবাদ পরিবেশিত হয়। এ পরিপ্রেক্ষিতে আইনজীবী শামীম সরদার বিষয়টি আদালতের দৃষ্টিতে আনলে হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রসব বেদনায় ছটফট করা অন্তঃসত্ত্বা নারীকে মধ্যরাতে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু প্রসবকক্ষে না নিয়ে পাশের ক্লিনিকে নেওয়ার পরামর্শ দিয়ে তাড়িয়ে দেওয়া হয় তাকে। সেখানে নেওয়ার পথে হাসপাতালের মাঠে গাছতলায় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে মাটিতেই সন্তান প্রসব করেন ওই নারী। নবজাতকটিও মারা যায়। মঙ্গলবার রাতের এ ঘটনায় সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন নবজাতকের বাবা শেরপুরের গাড়িদহ ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের ইলিয়াছ উদ্দিন। অভিযোগ করেন, প্রসব বেদনা উঠলে তার স্ত্রী মাজেদা বেগমকে রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক মোস্তফা আলম আল্লামা তালুকদার পিয়াল তার ভর্তি নেন। এক ঘণ্টা পর তাকে ডেলিভারি কক্ষে নেওয়ার কথা। কিন্তু সিনিয়র স্টাফ নার্স সুষমা রানী মাজেদাকে পাশের মডার্ন ক্লিনিকে নিয়ে সিজার করার পরামর্শ দেন। নগদ টাকা হাতে না থাকায় তার স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই চিকিৎসা করার অনুরোধ করা হয়। কিন্তু তাদের জোর খাটিয়ে বের করে দেওয়া হয়। হাইকোর্ট এ ঘটনার জন্য সংশ্লিষ্টদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসককে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার যে নির্দেশ দিয়েছে তা দেশের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোয় কর্মরতদের অনিয়ম ও দায়িত্বহীনতায় বাদ সাধবে, আমরা এমনটিই আশা করতে চাই।

সর্বশেষ খবর