সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ধর্ষিতা স্কুলছাত্রীর আত্মহত্যা

সমাজ এ ট্র্যাজেডির দায় এড়াতে পারে না

ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী লজ্জা ও অপমানের কবল থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গত ২ নভেম্বর রাতে রাজশাহীর গোদাগাড়ীতে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর চিৎকারে এলাকাবাসী এসে ধর্ষককে আটক করে পুলিশে দেয়। তারপর থেকে লজ্জা ও অপমানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। লোকলজ্জার হাত থেকে বাঁচতে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় সে। বাবা-মা মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে তাকে নানাবাড়িতে পাঠিয়ে দেয়। গত শুক্রবার সেখানেই কীটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নেয় সপ্তম শ্রেণির ওই ছাত্রী। আমাদের দেশে নারীর সম্ভ্রমহানির ঘটনা অহরহ ঘটছে। বিশেষ করে গ্রাম এবং শহরাঞ্চলের বস্তিগুলোতে বখাটেদের উৎপাত সর্বগ্রাসী আকার ধারণ করেছে। প্রতিদিনই মানুষবেশী পিশাচদের হাতে ধর্ষিত হচ্ছে কোনো না কোনো নারী। ইভ টিজিংয়ের শিকার হচ্ছে অসংখ্য নারী। প্রতিবাদ করতে গেলেই হামলার শিকার হয়ে হতাহতের শিকার হতে হচ্ছে। নিরাপত্তা না থাকায় বাবা-মা বাল্যবিয়ের যুপকাষ্ঠে ‘আত্মাহুতি’ দিতে বাধ্য করে তাদের কন্যা সন্তানকে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ কোনো কোনো ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য দেখালেও প্রদীপের নিচে রয়েছে অন্ধকার। সুশাসনের অভাবে নারীর সম্ভ্রমহানির অপরাধ করেও অধিকাংশ ক্ষেত্রে রেহাই পায় প্রভাবশালীরা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানির অভিযোগে আইনের আশ্রয় নিলে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা এবং অন্যান্য কারণে বাদীপক্ষকে প্রকারান্তরে হেনস্থার শিকার হতে হয়। বৈরী সমাজও শ্লীলতাহানির শিকার নারীর বেঁচে থাকার জন্য বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। যে কারণে দুনিয়ার যেসব দেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি বাংলাদেশের স্থান একেবারে উপরের দিকে। রাজশাহীর গোদাগাড়ীতে ধর্ষিত স্কুলছাত্রী আত্মাহত্যা করে শুধু ধর্ষক নয় গোটা সমাজকেই দোষী সাব্যস্ত করে গেছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। নিজেদের সভ্য সমাজের অংশ হিসেবে ভাবতে হলে নারীর নিরাপত্তা সংক্রান্ত সমস্যাকে গুরুত্ব দিতে হবে। শ্লীলতাহানি ও ধর্ষণের সঙ্গে জড়িতদের কঠোর সাজা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শুধু আইন প্রণয়ন নয়, তা কার্যকর করার মতো সক্ষমতা অর্জনও করতে হবে। সুশাসনের মাধ্যমে নিশ্চিত করতে হবে নারীর নিরাপত্তা। গোদাগাড়ীর ট্র্যাজেডি আমাদের রাষ্ট্রযন্ত্রকে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে—আমরা এমনটিই দেখতে চাই।

সর্বশেষ খবর