সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতিদিন মৃত্যু ও আখেরাতের কথা স্মরণ করা উচিত

মাওলানা আবদুর রশিদ

হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) লিখেছেন, প্রতিদিন একবার একটু সময় বের করে নামাজের পরে নির্জনে মৃত্যুর ফিকির করা উচিত। ভাবা উচিত এখন আমার জীবনের শেষ সময়। ফেরেশতারা আমার রুহ বের করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমি ছাকরাতের অবস্থার সম্মুখীন। হাত-পায়ের নড়াচড়া স্তিমিত হয়ে আসছে। মালাকুল মাওতকে সরাসরি দেখতে পাচ্ছি। অল্পক্ষণেই এই মায়াময় পৃথিবী, অতি প্রিয় ভাইবোন, কলিজার টুকরা সন্তানাদিসহ আমার প্রিয় সবকিছু থেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ অচেনা এক জগতে নিয়ে যাওয়া হবে। মুহূর্তের ব্যবধানে আমার রুহ কবজ করা হয়েছে। যত্নের প্রিয় দেহখানা নিথর পড়ে রয়েছে আমার ঘরের বারান্দায়। আপনজনরা বিচ্ছেদ বেদনায় বিলাপ করছে। পাড়া প্রতিবেশীরা কাফন-দাফনের আয়োজনে ব্যস্ত। অতঃপর আমাকে গোসল দিয়ে কাফন পরানো হচ্ছে। কাফনের কাপড় মেলে শেষবারের মতো সবাই আমাকে দেখছেন। আমার প্রিয় শয়নকক্ষ, ঘর, উঠোন, স্মৃতি বিজড়িত বাড়ির আঙিনা সবকিছু পেছনে ফেলে আমাকে খাটিয়ায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার মাঠে। জানাজার নামাজ পড়ে অন্ধকার কবরে সবাই ধরাধরি করে আমাকে শুইয়ে দিয়ে মাটি দিয়ে কবর বন্ধ করে সবাই যার যার বাড়ির দিকে ফিরছেন। এখন আমি অন্ধকার কবরে একা। এমতাবস্থায় সওয়াল-জওয়াব করার জন্য ফেরেশতারা এসে গেছেন এমনটিই ভাবতে হবে। এরূপভাবে আখিরাতের কথাও চিন্তা করে ভাবতে হবে— কিয়ামত শুরু হয়েছে। আমাকে কবর থেকে উঠানো হচ্ছে, এখন ময়দানে হাশরের দিকে রওনা হয়েছি। সমগ্র মানবজাতি হাশরের ময়দানে উপস্থিত। এখানে অসহনীয় গরম। সূর্য সন্নিকটে, সব মানুষ খুবই পেরেশান, দলে দলে লোকজন নবীদের কাছে সুপারিশ করার জন্য যাচ্ছে, যেন হিসাব-নিকাশ শুরু হয়ে যায়। তারপর এভাবে হিসাব-কিতাব, পুলসিরাত, জান্নাত এবং জাহান্নামের কথা একে একে গভীরভাবে চিন্তা করে।

প্রতিদিন সকালে ফজরের পরে এভাবে চিন্তা ফিকির করে আল্লাহর কাছে মোনাজাত করা, হে আল্লাহ! এখন আমি দুনিয়ার কাজকর্মের জন্য বের হচ্ছি। এমন কোনো কাজ যেন আমি না করে বসি, যে কাজ আমার আখিরাতের জন্য বরবাদ ও ধ্বংস ডেকে আনে। এভাবে যখন আমরা প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা ফিকির করলে একদিন এই চিন্তা আমাদের অন্তরে বসে যাবে এবং আমরা আমাদের ইসলাহ এবং নিজেদের আল্লাহ এবং তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবেদারি ও গোলামির দিকে নিয়ে আসতে পারব। 

     লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর