রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

জলদস্যুর হামলা

৭১২ খ্রিস্টাব্দে সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের কাছে ভারতীয় জলদস্যু কর্তৃক মুসলমানদের জাহাজ লুণ্ঠনই ছিল সিন্ধু অভিযানের প্রধান ও প্রত্যক্ষ কারণ। সিংহলে বাণিজ্যরত যেসব আরব বণিক সেখানে প্রাণত্যাগ করেছিলেন সিংহলরাজ তাদের বিধবা স্ত্রী ও অনাথ পুত্র-কন্যাদের দেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং সঙ্গে খলিফা ও পূর্ব প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জন্য বহু মূল্যবান উপঢৌকন পাঠান। কথিত আছে, আটটি জাহাজ ও সব উপঢৌকন ও পরলোকগত বণিকদের পরিবার-পরিজন নিয়ে বসরার পথে রওনা হলে প্রতিকূল বাতাসে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপনীত হয়। সেখানকার জলদুস্যরা এসব জাহাজ ভর্তি উপঢৌকন লুণ্ঠন করে এবং পরলোকগত বণিকদের পরিবার-পরিজনকে বন্দী করে রাখে। কোনো কোনো ঐতিহাসিকের মতে, সিংহলের রাজা নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে আরবের খলিফার কাছে আটটি জাহাজ ভর্তি বিভিন্ন উপঢৌকন প্রেরণ করেছিলেন। বসরার উমাইয়া শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ভারতীয় জলদুস্য কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হওয়ায় মর্মাহত হলেন এবং দেবলের রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন। কিন্তু জবাবে রাজা দাহির জানালেন, জলদুস্যরা তার শাসনবহির্ভূত। তাই তিনি তাদের শাস্তি দিতে অক্ষম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর