সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সালামের প্রথা চলবে অনন্তকাল

আল্লামা মাহমূদুল হাসান

হজরত আদম আলাইহিস্সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, ফেরেশতারাও সালামের জবাব দিল। তারপর আল্লাহপাক আদম আলাইহিস্সালামকে জিজ্ঞেস করলেন; হে আদম! ফেরেশতারা তোমার সালামের জবাবে কী বলেছে। আদম আলাইহিস্সালাম বললেন, তারা ওয়া অলাইকুমুসসালাম বলেছেন। আল্লাহপাক বললেন, হে আদম! তুমি কী বললে আর তারা তোমার জবাবে কী বলল; তা স্মরণ রেখ। পৃথিবীতে অনেক মানুষ আসবে, অনেক মাসায়ালার পরিবর্তন পরিবর্ধন হবে। জেনে রেখ যতদিন এ পৃথিবীতে মানুষ থাকবে, ততদিন এ হুকুমের কোনো পরিবর্তন আসবে না। সুতরাং কোনো নবীর যুগেও এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। শুধু তাই নয় কবরেও পরিবর্তন হবে না, হাশরেও পরিবর্তন হবে না, পুলছিরাতেও না। কিয়ামত হয়ে যাবে, নামাজ-রোজা, হজ-জাকাত কিছুই থাকবে না, কিন্তু সালামের প্রথা চালু থাকবে। জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করতে থাকবে তখন ফেরেশতারা তাদেরকে আস্সালামু আলাইকুম বলবেন, জান্নাতে প্রবেশ করার পরও সালাম থাকবে জান্নাতিরা যখন আল্লাহকে দেখবে তখন আল্লাহপাক বলবেন, আস্সালামু আলাইকুম। যতদিন জান্নাতে থাকবে ততদিন সালাম পাবে। জান্নাতে মানুষ কতদিন থাকবে? অনন্তকাল, অনির্দিষ্টকাল। কিন্তু ইসলামের আকিদা হলো, যারা কালেমা পড়ে জান্নাতে প্রবেশ করল, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আল্লাহপাক আমাদেরকে বোঝার তাওফিক দান করুন।

হজরত আদম আলাইহিস্সালামের সেই সালাম পৃথিবীতে চলছে এবং চলতে থাকবে। কারণ! সালাম হলো শান্তির বাণী। সহিহ্ শুদ্ধ সালাম আদান-প্রদান কর, তাহলে তোমাদের মধ্যে শান্তি আসবে। হাদিস শরিফে বর্ণিত হয়েছে যে, কোনো মুসলমান পার্থিব মনোমালিন্যের কারণে তিন দিনের বেশি সালাম বন্ধ রাখতে পারবে না। বন্ধ রাখলে তার কোনো ইবাদত কবুল হবে না, এমন কি হজও কবুল হবে না। ইসলামের দৃষ্টিতে এমন কোনো অপরাধ নেই, যার জন্যে সালাম বন্ধ রাখা যাবে। হাদিসে রয়েছে প্রথম সালামদাতা আল্লাহর প্রিয়।

তিন দিন কথা-বার্তা বন্ধ রাখার পর যে ব্যক্তি প্রথমে সালাম করবে আল্লাহ বলেন! সে আমার কাছে বেশি প্রিয়। এখানেও আমাদের মধ্যে সীমা লঙ্ঘন হয়। দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে কথা বন্ধ হলে কথা-বার্তা চালু হওয়ার পর যখন কেউ জিজ্ঞেস করে যে, কী ব্যাপার! আপনারা দেখি আবার মিল হয়ে গেছেন, কথা-বার্তা শুরু করেছেন? তখন যে ব্যক্তি পরে কথা বলতে শুরু করেছে সে বলে, কী আর করব সে আমার কাছে এসে ঘেঁষে ঘেঁষে সালাম দেয়। এ ধরনের বাহাদুরি করা ঠিক নয়।

লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ, ঢাকা

সর্বশেষ খবর