মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আল্লাহর কুদরত জীববৈচিত্র্য

মাওলানা মুহাম্মদ সাহেব আলী

মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ও কল্যাণের জন্য  আল্লাহ পৃথিবীকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। প্রতিটি জীব সৃষ্টির পেছনে আল্লাহর বিশেষ উদ্দেশ্য রয়েছে।  বলা যায়, জীববৈচিত্র্য মহান আল্লাহর কুদরত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি জীবের অবদান রয়েছে। আধুনিক বিজ্ঞান যে কারণে জীববৈচিত্র্য রক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : নবীদের মধ্যে কোনো এক নবীকে একটি পিপীলিকায় দংশন করলে তিনি পিপীলিকাদের গোটা বস্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। অতএব, তা জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহতায়ালা তার কাছে ওহী পাঠান, তোমাকে একটি পিঁপড়া দংশন করল, আর তুমি আল্লাহর প্রশংসাকারী একটি উম্মতকেই পুড়িয়ে ফেললে (বুখারি ও মুসলিম থেকে মিশকাতে)। উপরোক্ত হাদিস প্রমাণ করে আল্লাহ তার সৃষ্ট সব প্রাণীর প্রতিই মহব্বত পোষণ করেন। মানুষেরও উচিত সব জীবের প্রতি মহব্বতের মনোভাব পোষণ করা। অকারণে কোনো প্রাণী নিধন কিংবা তাদের অস্তিত্ব বিপন্ন করা মুমিনের জন্য শোভনীয় নয়। হাদিস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আগুন দিয়ে শাস্তি দিতে নিষেধ করেছেন। এ হাদিসের ভিত্তিতে কোনো কোনো বিশেষজ্ঞ আলেম ছারপোকা বা এ জাতীয় অনিষ্টকর পোকামাকড় গরম পানি দিয়ে হত্যা করা নাজায়েজ বলেছেন এবং হাদিসে উল্লিখিত কর্মপন্থা মুসলিম উম্মতের জন্য মানসুখ (রহিত) মনে করেন। এ সম্পর্কে সঠিক কর্মপন্থা হচ্ছে, স্বাভাবিক অবস্থায় নিষেধাজ্ঞা সম্পর্কিত হাদিসের ওপর আমল করতে হবে। কিন্তু নিরুপায় অবস্থায় উপরোল্লিখিত হাদিস অনুযায়ী আমল করা যেতে পারে। আল্লাহর সৃষ্ট বিভিন্ন জীব মানুষের কল্যাণে ব্যবহূত হয়। এসব জীবের প্রতি আমাদের সদয় আচরণ করা উচিত। সাহল ইবনুল হানযালিয়া (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পাশ দিয়ে অতিক্রম করলেন, তার পেট তার পিঠের সঙ্গে লেগে গিয়েছিল। তিনি বলেন : এই নির্বাক পশুদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় কর। সুস্থ-সবল অবস্থায় এদের পিঠে আরোহণ কর এবং সুস্থ-সবল থাকতেই এদের ছেড়ে দাও (আবু দাউদ থেকে মিশকাতে)। এগুলোকে দিয়ে এত বেশি কাজ করানো ঠিক নয় যে, আধমরা অবস্থায় পৌঁছে যাবে।  সুস্থ-সবল থাকতেই এগুলোকে ছেড়ে দিতে হবে, যাতে আবার কাজে লাগানো যায়।

     লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর