বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিদেশি টিভিতে দেশি বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রশংসাযোগ্য

তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশে ডাউনলিঙ্ককৃত বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্দেশনাটি না মানলে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল সম্প্রচারের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন জারির ফলে গত ৫ নভেম্বর থেকে দেশের ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাপারসন, অভিনয় শিল্পী, নাট্যকর্মী, অনুষ্ঠান নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতাসহ সর্বস্তরের কলাকুশলী যে আন্দোলন করছিলেন তাদের প্রত্যক্ষভাবে জয় হলো। আর পরোক্ষভাবে বিদেশি তথা ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর অবাধ সম্প্রচারের ফলে যে অপ্রতিরোধ্য সাংস্কৃতিক আগ্রাসন চলছিল তা কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে। বিদেশি টেলিভিশনের সঙ্গে অসম প্রতিদ্বন্দ্বিতায় দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো কোণঠাসা হয়ে পড়েছে নানা কারণে। রঙ চঙা অনুষ্ঠানের কারণে সাধারণ দর্শকদের সিংহভাগই ভারতীয় টেলিভিশন চ্যানেলের প্রতি অনুরক্ত হয়ে পড়েছে। দেশি প্রতিষ্ঠানগুলো ভারতীয় টেলিভিশন চ্যানেলে তাদের বিজ্ঞাপন প্রচার করায় দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো বিজ্ঞাপন খরায় ভুগছিল। মানসম্মত অনুষ্ঠান প্রচারে যে অর্থ ব্যয় করা দরকার তা সংস্থান করা দেশীয় টেলিভিশন নেটওয়ার্কগুলোর পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ হওয়ায় এ সংকট থেকে রেহাই পাবে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো। দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অস্তিত্ব রক্ষায় তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি অবশ্যই প্রশংসার দাবিদার। তবে বিদেশি টেলিভিশনের আগ্রাসন বন্ধে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোকেও আরও সক্রিয় এবং দায়িত্বশীল হতে হবে। দর্শকদের চাহিদা পূরণের মাধ্যমেই যে কোনো প্রচার মাধ্যমের টিকে থাকার যোগ্যতা নির্ণয় হয়। দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো এ ক্ষেত্রে খুব একটা দায়িত্বশীলতার পরিচয় যে দিতে পারেনি তাদের দৈন্যদশা তারই প্রমাণ।  দর্শকদের মন জয়ে মানসম্মত অনুষ্ঠান প্রচারেও তাদের উদ্যোগী হতে হবে। টিকে থাকার জন্য যার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

সর্বশেষ খবর