মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

গণপরিষদে জিন্নাহর ভাষণ

পাকিস্তান স্বাধীন হওয়ার তিন দিন আগে ১৯৪৭ সালের ১১ আগস্ট মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান গণপরিষদে ভাষণ দেন। সে ভাষণে উপলব্ধি করা যায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা চেয়েছিলেন পাকিস্তান মুসলমানদের রাষ্ট্র হবে, তবে শাসনকাজে ধর্মকে ব্যবহার করা যাবে না। তিনি গণপরিষদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা মন্দির মসজিদ গির্জা যে যেখানে যেতে চান স্বাধীনভাবে সেখানে যেতে পারবেন। আপনি যে ধর্ম বা বর্ণের হোন তার সঙ্গে রাষ্ট্রীয় প্রশাসনের কোনো সম্পর্ক থাকবে না।’ জিন্নাহ পাকিস্তানকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চাইলেও তার মৃত্যুর পর সে পথ থেকে সরে আসেন পাকিস্তানের শাসকরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর