মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
চিঠিপত্র

১০০ ভাগ পেনশন সমর্পণকারীদের ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রদানের আবেদন

বর্তমান সরকার-প্রদত্ত বেতন স্কেল, ২০১৫ একটি যুগান্তকারী অবদান। এ বেতন স্কেলে কর্মরত ও অবরপ্রাপ্ত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের (১০০ ভাগ পেনশন সমর্পণকারীসহ) বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। তাদের পেনশনের পরিমাণ বয়সভেদে ৪০ ও ৫০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা ভাতাও বয়সভেদে দ্বিগুণের অধিক বৃদ্ধি করা হয়েছে। ওই বেতন স্কেল ঘোষণার পর পরই বাংলা ১৪২৩ সন থেকে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রবর্তন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এ ভাতা ১০০ ভাগ পেনশন সমর্পণকারীদের বেলায় প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়, সরকারি সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ১০০ ভাগ পেনশন সমর্পণকারীদের এত কিছু পাওয়ার পরও তাদের মনের কোণে একটু না পাওয়ার বেদনা অনুভব করছেন। ১০০ ভাগ পেনশন সমর্পণকারীরা না পাওয়াকে বৈষম্যমূলক ব্যবস্থা বলে মনে করছেন।

এ অবস্থায় সদাশয় সরকার কর্তৃক প্রবর্তিত ‘বাংলা নববর্ষ ভাতা’ ১০০ ভাগ পেনশন সমর্পণকারীদেরও প্রদানের জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।

মো. ইদ্রিছ আলী

১০০ ভাগ পেনশন সমর্পণকারী

ঢাকা বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ খবর