বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি

কোচিং ও নোটবইয়ের ব্যবসা বাড়াবে

পাঠ্যবইয়ের ভুল ও অসঙ্গতি কোচিং সেন্টার বা নোট-গাইড বইয়ের ওপর শিক্ষার্থীদের নির্ভরতা বাড়িয়ে দিতে পারে বলে পত্রিকান্তরের প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। দেশের বেশির ভাগ স্কুলের শিক্ষকরা ক্লাসে শিক্ষার্থীদের পড়ালেখা করানোর ক্ষেত্রে মনোযোগী নন। শিক্ষার্থীদের তারা কোচিং সেন্টারে যেতে প্ররোচিতও করেন। ফলে কোচিং সেন্টার বা প্রাইভেটে নির্ভরশীল নয় এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর। শিক্ষার্থীদের সিংহভাগ নোট-গাইড বা সহায়ক বইয়ের ওপর নির্ভরশীল। দেশের ৯৭ শতাংশ শিক্ষার্থীই কোনো না কোনোভাবে নোট বা গাইডের ওপর নির্ভর করে। এমনকি কোনো কোনো শিক্ষার্থী একই বিষয়ের একাধিক গাইড বইও কিনে থাকে। পাঠ্যবইয়ের নানা অসঙ্গতি ও ভুলের সুযোগে কোমর বেঁধে মাঠে নেমেছে কোচিং সেন্টার ও নোট-গাইড ব্যবসায়ীরা। তারা সঠিকভাবে পড়ানোর কথা বলে শিক্ষার্থীদের কোচিং সেন্টারের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রতিদিনই কোনো না কোনো স্কুল গেটে  কোচিং সেন্টারের প্রচারণামূলক লিফলেট বিলি করা হচ্ছে। লিফলেটে কোমলমতি শিক্ষার্থীদের নানাভাবে প্ররোচিত করার প্রয়াস লক্ষণীয়। চলতি মাসের শেষ নাগাদ বা আগামী মাসের প্রথম দিকেই বাজারে আসছে নোট, গাইড বা সহায়ক বই। প্রকাশনা সংস্থাগুলো পাঠ্যবইয়ে যেসব ভুল আছে সেগুলো সংশোধন করেই তাদের গাইড প্রকাশ করছে এমন প্রচারণা চালাচ্ছে জোরেশোরে। যা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ব্যাপকভাবে প্রভাবিত করছে। সরকারিভাবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হলে গাইড ও নোটবইয়ের পেছনে অভিভাবকদের যে অর্থ ব্যয় করতে হচ্ছে তাতে লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার মতো অবস্থার সৃষ্টি হচ্ছে। স্মর্তব্য, শিক্ষা আইনের যে খসড়া তৈরি করা হয়েছিল সেখানে প্রথম দিকে কোচিং সেন্টার বন্ধে জেল-জরিমানার বিধান রাখা হলেও পরে অদৃশ্য কারণে তা বাতিল করা হয়। সহায়ক বই প্রকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদনের বাধ্যবাধকতা রেখে প্রকারান্তরে এ বিষয়টিকে হালাল করা হয়। ফলে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি ও অসঙ্গতির সুযোগে কোচিং সেন্টার এবং নোট বইয়ের রমরমা ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে বললেও ভুল করা হবে না।  এর ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বদলে কোচিং সেন্টার ও নোট বইয়ের ওপর আগের চেয়ে নির্ভরশীল হয়ে পড়বে কিনা তা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের ভেবে দেখতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর