বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চীনা নেতার চড়ুই নিধন

চড়ুই ফসলের সর্বনাশ ডেকে আনে ভেবে ১৯৫৮ সালে চীনা নেতা মাও-সে-তুং এর নির্দেশে অসংখ্য চড়ুই নিধন করা হয়। কেননা একটি চড়ুই বছরে ৪ থেকে ৫ কেজি শস্য খায়। সুতরাং ১০ লাখ চড়ুইয়ের খাবার বাঁচিয়ে প্রায় ৬০ হাজার ব্যক্তির খাদ্যের জোগান দেওয়া যেতে পারে। অতএব শুরু হলো প্রচারণা। রাতারাতি তৈরি হলো ১ লাখ রঙিন পতাকা। চড়ুই মারার উৎসবে মেতে উঠল গোটা দেশ। বিভিন্ন পদ্ধতিতে চড়ুই নিধন হতে লাগল। যেমন— খুব জোরে জোরে ড্রাম বাজাতেই চড়ুই উড়ে উড়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়তে লাগল। ডিম নষ্ট করা হলো তছনছ করা হলো বাসা। জাল দিয়ে ধরা হলো অসংখ্য চড়ুই। বন্দুক দিয়ে মারা হলো বাকি চড়ুই। এভাবে ‘চীন থেকে চড়ুই হয়ে গেল বিলুপ্ত। ১৯৬১-৬২ সাল।

চীনে দেখা দিল দুর্ভিক্ষ। মারা গেল প্রায় ২০-৩০ মিলিয়ন মানুষ। ফসলের ক্ষেতে বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ এমনভাবে বেড়ে গেল যে ক্ষেত থেকে ফসল আর ঘরেই তোলা গেল না। দুর্ভিক্ষ আর মৃত্যুর মিছিল। টনক নড়ল দেশটির সরকারের।  নিরুপায় হয়ে প্রকৃতিতে চড়ুই ফিরিয়ে দিতে সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু হলো চড়ুই আমদানি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর