শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অর্থনৈতিক পেশিশক্তি

এ অপ-ভাবমূর্তির পরিবর্তন কাম্য

জোর যার মুল্লুক তার বাংলা ভাষার একটি প্রবচন। ক্ষমতাধরদের কাছে দেশের মানুষ কতটা অসহায় বাংলা ভাষার এ প্রবচনটি তারই প্রমাণ। আমাদের এ দেশে শত শত বছর ধরে ক্ষমতাবানদের যথেচ্ছতা বিরাজ করছে। সেই মধ্যযুগেও দেশের মানুষ ছিল মাৎস্যন্যায় অবস্থার শিকার। কালের বিবর্তনে পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গায় অনেক ঢেউ প্রবাহিত হলেও ক্ষমতাধরদের অকাম্য দাপট এখনো একটি আলোচ্য বিষয়। পাড়া-মহল্লার মানুষ এখনো জিম্মি পেশিশক্তির কাছে। যারা নিজেদের আইনের ঊর্ধ্বে থাকা জীব হিসেবে ভাবতেই অভ্যস্ত। বিজিএমইএ গার্মেন্ট মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন। আর্থিক পেশিশক্তির অধিকারী এ সংগঠনটি কতটা বেপরোয়া তার প্রমাণ হাতিরঝিলে প্রাকৃতিক জলাধারের ওপর নির্মিত বিজিএমইএ ভবনটি। বেআইনিভাবে এ ভবনটি নির্মাণ করা হয়। ক্ষমতাধর এ সংগঠনটি নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবার অবিমৃষ্যকারিতায় ভবন নির্মাণের অনুমতি নেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইনকানুনের কোনো ধার ধারেনি। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। পাঁচ বছর আগে দেশের উচ্চ আদালত জমির স্বত্ব না থাকা এবং জলাধার আইন লঙ্ঘন করে রাজধানীর হাতিরঝিলের দৃষ্টিনন্দন প্রকল্প এলাকায় ভবন নির্মাণ করায় তা ভেঙে ফেলার নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করলে গত বছরের ২ জুন তা খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গত ৮ ডিসেম্বর এ রায়ের বিরুদ্ধে বিজিএমইএ একটি রিভিউ আবদন করেছে, যা এখন আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আর্থিক পেশিশক্তির অধিকারী বলে শক্তিশালী একট মহলকে আইনের ঊর্ধ্বে রাখতে হবে এমন যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিজিএমইএর আইনের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয় ছিল। তা না করে তারা আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। রায়ে বিজিএমইএ ভবনকে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো বলে অভিহিত করা হয় এবং ভবনটি ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। বিজিএমইএর রিভিউ আবেদন আদালতের বিবেচনাধীন থাকায় আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আশা করতে চাই দেশের অর্থনীতির প্রাণভোমরা গার্মেন্ট শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএ অর্থনৈতিক পেশিশক্তির সংগঠন হিসেবে গড়ে ওঠা অপ-ভাবমূর্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে মনোযোগী হবে।  আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রতিষ্ঠান হিসেবে তারা নিজেদের রূপান্তরের চেষ্টা চালাবে এমনটিও প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর