শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওআইসির আহ্বান

রোহিঙ্গা সমস্যা সমাধানে অবদান রাখুক

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রতি সহিংসতা ও বঞ্চনা বন্ধের জন্য সে দেশের সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী সম্মেলন সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা। কুয়ালালামপুরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতেও অনুরোধ করা হয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের ওপর কীভাবে বোঝা সৃষ্টি করেছে তা তুলে ধরে বলেছেন, রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠী তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে বারবার বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে নতুন করে আশ্রয়ের জন্য আসা রাখাইনের মুসলিমদের প্রসঙ্গ টেনে তিনি অবিলম্বে রাজ্যটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং পুনর্বাসন ও পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন। সমস্যার টেকসই সমাধানের জন্য তিনি রাখাইনের মুসলিমদের মৌলিক অধিকার নিশ্চিত করা ও নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার ওপরও জোর দেন। বৈঠকের পর গৃহীত ইশতেহারে রাখাইনে সহিংসতার ফলে নিরীহ লোকজনের প্রাণহানি ও হাজার হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে সহিংসতার জন্য অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়। সমস্যার টেকসই সমাধানের জন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইসলামী সম্মেলন সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকের আহ্বান তাত্পর্যের দাবিদার। এ আহ্বানের মাধ্যমে এই মানবিক সমস্যা সম্পর্কে মুসলিম দেশগুলোর যৌথ প্রতিক্রিয়ার প্রতিফলন ঘটেছে।  নিজেদের সুনামের স্বার্থেই মিয়ানমার সরকার তাদের রোহিঙ্গা নাগরিকদের সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর