রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্প জামানার শুরু

সমঝোতা ও সুবিবেচনার বিকল্প নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। এ শপথের মাধ্যমে মার্কিন মুল্লুকে এক নতুন অধ্যায়ের সূচনা হলো— ইতিহাসে যা ট্রাম্প জামানা হিসেবে অভিহিত হবে। বলা হয় যুক্তরাষ্ট্র এমন এক দেশ যে দেশের সঙ্গে সারা বিশ্বের ভালো-মন্দ জড়িত। ফলে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে মার্কিনিদের চেয়েও বিদেশিদের আগ্রহ থাকে বেশি। নির্বাচনী প্রচারণায় অভিবাসী ও মুসলমানদের সম্পর্কে ট্রাম্পের অসহিষ্ণু মনোভাব স্বাভাবিকভাবেই বিশ্ব সমাজকে হতাশ করেছে এবং নিশ্চিতভাবেই তাদের সিংহভাগই চেয়েছেন তিনি যেন জয়ী না হন। সে প্রত্যাশার মুখে ছাই দিয়ে জনপ্রিয়তায় পিছিয়ে থাকা সত্ত্বেও জটিল নির্বাচনী ব্যবস্থার সুবাদে হিলারি ক্লিনটনকে কাঁদিয়ে শেষ হাসি হেসেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় যাই বলুন না কেন বাস্তবে তিনি কেমন প্রেসিডেন্ট হবেন, ট্রাম্প জামানায় বহির্বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা নিয়ে দুনিয়াজুড়ে আগ্রহ উৎকণ্ঠা কোনোটিরই কমতি নেই। দ্বিতীয় মহাযুদ্ধ-উত্তর বিশ্ব ব্যবস্থায় এ পরাশক্তিটির প্রভাব সম্পর্কে কারোরই কোনো সন্দেহ থাকা উচিত নয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এককেন্দ্রিক বিশ্বে তাদের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। যুক্তরাষ্ট্র এমন এক দেশ, যাদের অবজ্ঞা, এমনকি ঘৃণা করাও যায়, কিন্তু উপেক্ষা করার কোনো সুযোগ নেই। স্বভাবতই আমরা আমাদের নিজেদের স্বার্থেই চাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত চার দশক ধরে যে সুসম্পর্ক গড়ে উঠেছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রধান শরিক যুক্তরাষ্ট্র। ব্যবসায়ী হিসেবে প্রেসিডেন্ট পদে আসার আগে ট্রাম্প নিজেও ছিলেন বাংলাদেশি তৈরি পোশাকের অন্যতম ক্রেতা। প্রেসিডেন্ট হিসেবে তিনি সে আনুকূল্য বজায় রাখবেন এমনটিও আমরা আশা করতে চাই। অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার যে ঘোষণা দিয়েছেন সে ব্যাপারে বাংলাদেশসহ বিশ্ববাসীর কোনো আপত্তি থাকার কথা নয়। তবে বিশ্বের এক নম্বর সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে অন্যান্য জাতির স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয় সে নৈতিক দায়িত্বও একজন মার্কিন প্রেসিডেন্টের থাকা উচিত। আমরা আশা করব ডোনাল্ড ট্রাম্প সব আগাম ধারণা অমূলক প্রমাণ করে একটি শান্তি ও সমঝোতামূলক বিশ্ব গড়ে তুলতে অবদান রাখবেন। যুক্তরাষ্ট্রের বিশ্বজনীন প্রভাবকে টেকসই করার স্বার্থেই তাকে সব ক্ষেত্রেই সুচিবেচনার আশ্রয় নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর