মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংসদে রাষ্ট্রপতির ভাষণ

গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে হবে

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে দলমতপথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সময়ের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির এই আহ্বান তাত্পর্যের দাবিদার। সন্ত্রাস ও জঙ্গিবাদ এ সময়ে একটি বিশ্বজনীন সমস্যা এবং হতাশাজনক বাস্তবতা হলো বাংলাদেশও এ আপদ থেকে মুক্ত নয়। তবে আশার কথা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। যে কারণে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি, সে পথ ধরেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং বিশ্বসভায় একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার যে আহ্বান জানিয়েছেন তা একটি আশাজাগানিয়া ঘটনা। গণতন্ত্র ও উন্নয়ন আজকের বিশ্ব বাস্তবতায় একে অপরের পরিপূরক। আর্থ-সামাজিক উন্নয়নকে টেকসই করার স্বার্থে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। পর্দার আড়ালের অপশক্তির ষড়যন্ত্র ও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থার অভাবে এ দেশে বার বার গণতন্ত্রের অভিযাত্রা বিঘ্নিত হয়েছে। বর্তমান সরকারের আমলে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে চোখে পড়ার মতো সাফল্য অর্জিত হলেও গণতন্ত্র চর্চার সীমাবদ্ধতা জাতিকে হতাশ করেছে। বিগত সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর একাংশ অংশ না নেওয়ায় এ সীমাবদ্ধতা সৃষ্টি হয়। আশার কথা, নির্বাচন বর্জনকারীরা তাদের সে পথ থেকে সরে এসেছে এবং আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারও ইতিবাচক আগ্রহ দেখিয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ সম্পন্ন করেছেন তাও একটি আশাজাগানিয়া ঘটনা। আমরা আশা করব গণতান্ত্রিক অভিযাত্রা ও টেকসই উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলবে। গণতান্ত্রিক অভিযাত্রায় যার প্রয়োজন সবচেয়ে বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর