শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হজ ব্যবস্থাপনা

সুষ্ঠুভাবে হজ পালনে ভূমিকা রাখুক

দেশের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। এ উদ্দেশ্যে ২০১৬ সালের জাতীয় হজ ও ওমরাহ নীতিতে সংশোধনী এনে এটিকে আরও যুৎসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে হজ ব্যবস্থাপনায় শতভাগ ই-হজ সিস্টেমও চালু করা হচ্ছে। চলতি বছর বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন। গত বছরের চেয়ে এ সংখ্যা ২১ হাজারেরও বেশি। স্মর্তব্য, গত বছর ৪ হাজার ৯৫৭ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বিপুলসংখ্যক হজযাত্রী প্রাক-নিবন্ধন করলেও কোটা পূরণ হয়ে যাওয়ায় অনেকের পক্ষে হজে যাওয়া সম্ভব হয়নি। এ বছর তারা হজ পালনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সৌদি সরকার হজ পালনে ই-হজ সিস্টেম চালু করায় তার সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের হজনীতিতে পরিবর্তন আনা হচ্ছে। এ মৌসুমে হজযাত্রীদের পাসপোর্টের সঙ্গে একটি স্টিকার থাকবে। তাতে সৌদি আরবে বাড়ির নম্বর, মুয়াল্লিমের নাম ও ফ্লাইট শিডিউল সম্পর্কিত তথ্যাদি থাকবে। হজ চুক্তি সম্পাদনের জন্য আগামী রবিবার ধর্মমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরব সফরে যাবে। এ প্রতিনিধি দল চুক্তি সম্পাদন করে ৪ ফেব্রুয়ারি দেশে ফিরবে এবং তার পর থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। দেশের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের তাগিদে আংশিকভাবে ই-হজ সিস্টেম চালু হয়েছে গত বছর থেকে। এ বছর সব হজযাত্রীকে এ পদ্ধতির আওতায় আনা হবে। সুষ্ঠুভাবে হজ পালনে ই-হজ সিস্টেম তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। আর্থিক সামর্থ্যের অধিকারী মুসলমানদের জন্য হজ একটি ফরজ ইবাদত। অতীতে হজ পালন করতে গিয়ে অনেকেই অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হয়েছেন। হজ এজেন্টদের অসততার শিকারও হয়েছেন কেউ কেউ। এসব ক্ষেত্রে সরকার কড়া মনোভাব নেওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা আশা করব এ বছর সুষ্ঠুভাবে হজ পালনে ধর্ম মন্ত্রণালয় চোখ-কান খোলা রেখেই কাজ করবে। হজ এজেন্সি বা দায়িত্বপ্রাপ্তদের কেউ কোনো অনিয়ম বা অসততার আশ্রয় নিলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর