শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

তৈমুরের দিল্লি অভিযান

১৩৯৯ সালে সিন্ধু নদ অতিক্রম করে তৈমুর ডিসেম্বর মাসে দিল্লির দ্বারে উপনীত হন। মাহমুদ শাহ ও তার মন্ত্রী মল্লু ইকবার বিরাট সৈন্যবাহিনী সংগ্রহ করে তাকে প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হন। অতঃপর তৈমুর বিজয়ীর বেশে দিল্লিতে প্রবেশ করেন।

প্রচুর অর্থদণ্ডের বিনিময়ে তিনি নাগরিকদের জীবননাশ থেকে অব্যাহতি দিতে রাজি হলেন। কিন্তু সৈন্যগণ অর্থ সংগ্রহ করতে চেষ্টা করলে তাদের আচরণে বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে হিন্দুগণ বাধা প্রদান করে। এতে ক্রুদ্ধ হয়ে তৈমুর ব্যাপক হত্যার আদেশ দেন। তার আদেশে দিল্লি এক রক্তাক্ত কসাইখানায় পরিণত হয়। তৈমুরের সৈন্য কর্তৃক দিল্লি লুণ্ঠন সেই রক্তাপ্লুত নগরীর দুর্ভাগ্যের ইতিহাসে এক চরম হৃদয়স্পর্শী ঘটনা।

            জাফর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর