সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নরসিংদীর অর্থনৈতিক অঞ্চল

উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক

রাজধানী ও সন্নিকটের এলাকাগুলোতে শিল্প স্থাপনের যুৎসই জায়গা খুঁজে পাওয়া যখন দায় হয়ে দাঁড়িয়েছে তখন আশার আলো সৃষ্টি করেছে নরসিংদীতে শীতলক্ষ্যা পাড়ের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সরকার ঘোষিত ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি গড়ে তোলা হচ্ছে নরসিংদীর পলাশডাঙ্গা এলাকায়। ঢাকা-গাজীপুর ও নরসিংদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠা করা হবে কনটেইনার টার্মিনাল। বিদেশি বিনিয়োগকারীরা রাজধানী লাগোয়া এই অর্থনৈতিক অঞ্চলে পুঁজি বিনিয়োগের সুযোগ পাবে। এখানে গড়ে তোলা যাবে মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানা। থাকবে ইস্পাত ও অধাতু নির্মিত পণ্য ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্স সামগ্রী, এয়ার ক্র্যাফট, মোবাইল, গাড়ি, টেক্সটাইল মিল, টিভি যন্ত্রাংশের পাশাপাশি থাকবে প্লাস্টিক পণ্য, কাপড় ও কৃষিভিত্তিক শিল্পসহ শতাধিক কারখানা। একই সঙ্গে এখানে গড়ে তোলা হবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাইটেক পার্ক। এই অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে শীতলক্ষ্যা নদীপথে নারায়ণগঞ্জ নদীবন্দর ও মেঘনা নদী হয়ে মংলা এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের সঙ্গে থাকবে সরাসরি সংযোগ। ঘোড়াশাল-ডাঙ্গা-পাঁচদোনা ও ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গেও এ এলাকার সংযোগ গড়ে তোলা হবে। থাকবে ঘোড়াশাল রেলস্টেশনের সঙ্গেও সংযোগ। কনটেইনার টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে ৫০ একর জমি কেনা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্যও কেনা হয়েছে ২০০ একর জমি। আর এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও কনটেইনার টার্মিনাল ঘিরে পুরো নরসিংদী, গাজীপুরের শীতলক্ষ্যা নদীঘেঁষা কিছু অংশ, নারায়ণগঞ্জ ও আশপাশের চিত্র পাল্টে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। নরসিংদীর পলাশডাঙ্গায় নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চল দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণ বলে বিবেচিত হবে। তা লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ অর্থনৈতিক এলাকাকে ঘিরে গড়ে উঠবে নানা ধরনের কলকারখানা। দেশের একটি শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের গা ঘেঁষে ৫০০ বিঘা এলাকাজুড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে। রাজধানী এবং চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে নৌপথে সরাসরি যোগাযোগ এবং সড়ক ও রেলপথে ধারেকাছের সব এলাকার সংযোগ থাকায় এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে এমনটিও প্রত্যাশিত।

সর্বশেষ খবর