সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

স্ত্রীকে পিটিয়ে হত্যা

অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য

দুনিয়ার যে সব দেশে নারী নির্যাতনের প্রবণতা সবচেয়ে বেশি বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দুই যুগেরও বেশি সময় ধরে দেশের সরকার ও বিরোধী দল প্রধান পদ দুটি নারী নেত্রীদের দখলে। এ মুহূর্তে সরকার ও বিরোধী দল প্রধান, সংসদ উপনেতা, স্পিকারসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ পদেও নারী নেতৃত্বের সদর্প উপস্থিত চোখে পড়ার মতো। দেশের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেরও সিংহভাগ নারী। তারপরও দেশের নারীরা পুরুষতান্ত্রিক সমাজের অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারছে না। ভাত দেওয়ার মুরোদ না থাকলেও কিল মারার গোসাই হিসেবে নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রায়ই উঠে পড়ে লাগে সমাজের পশ্চাৎপদ অংশের পুরুষরা। যৌতুকের জন্য স্ত্রী নির্যাতন এ দেশের সব স্তরেই কমবেশি প্রচলিত। বগুড়ায় ধুনটে পাষণ্ড স্বামী মাত্র ১২ টাকা চুরির অজুহাতে যেভাবে স্ত্রীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে তা আইয়ামে জাহেলিয়ার বর্বরতাকেও হার মানায়। এ ঘটনার অপনায়ক পাষণ্ড স্বামীর নাম রেজাউল করিম। ২০ বছর আগে ধুনটের বিশ্বহরিগাছা গ্রামের রেজাউল বিয়ে করে পার্শ্ববর্তী বিষপুর গ্রামের আরজিনা খাতুনকে। নানা অজুহাতে স্ত্রী নির্যাতনের বিকৃত মানসিকতায় ভুগত সে। গত শুক্রবার বিছানার নিচ থেকে ১২ টাকা হারিয়ে গেছে এই অভিযোগে স্ত্রীর ওপর কয়েক দফা নির্যাতন চালায় ওই পাষণ্ড স্বামী। বীভৎস নির্যাতনে আরজিনার মৃত্যু হলে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য স্ত্রীর লাশ বাড়ির বাঁশবাগানে ঝুলিয়ে রেখে রেজাউল করিম পালিয়ে যায়। ধুনট থানা সূত্রে বলা হয়েছে, আরজিনার শরীর ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশে কারণে-অকারণে এমনকি ঠুনকো অজুহাতে নারী নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে। রাজনীতি ও অর্থনীতিতে দেশের নারী সমাজের অংশীদারিত্ব বাড়লেও পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কারণে নির্যাতিত হওয়ার নিয়তি থেকে দেশের নারীরা রক্ষা পাচ্ছে না। এ অবস্থার অবসানে নারীদের সুরক্ষায় আইন প্রণয়নের পাশাপাশি পুরুষতান্ত্রিক মনোভাবের অবসানেরও উদ্যোগ নিতে হবে। সভ্য সমাজের মানুষ হিসেবে নিজেদের পরিচিত করতে চাইলে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। ধুনট হত্যাকাণ্ডে জড়িত পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর