রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

স্মরণীয়

হজরত হাসান বসরি (রা.) বলেন, আলেম বলা হয়, ‘যে ব্যক্তি মহান আল্লাহকে না দেখে ভয় করে এবং আল্লাহ যা পছন্দ করেন তা সে পছন্দ করেন ও আল্লাহ যা অপছন্দ করেন তা সে বর্জন করে।’ ওলামায়ে কেরাম হচ্ছেন একটি জাতির, একটি দেশের, বিশেষ মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ সন্তান। ওলামা কেরাম সম্মানের পাত্র। তাদের ধনী লোক, প্রভাবশালী ও ক্ষমতাসীন ব্যক্তিসহ সব শ্রেণির পেশার মানুষ সম্মান করে। হক্কানি ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের কারণে দীন ইসলাম এবং কোরআন হাদিসের  চর্চা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর