শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

কৃতী শাসক

সুলতান খিজির খান কেবল দিল্লির সালতানাতের হৃতগৌরব পুনরুদ্ধারই করেননি, এ গৌরবের স্থায়িত্বও বিধান করেছিলেন। সুশাসক হিসেবে তার পরিচিতি ছিল।

তিনি পশ্চিমে মুলতান থেকে জৌনপুরের সীমান্ত পর্যন্ত ভূভাগ দিল্লির সালতানাতের কর্তৃত্বাধীনে নিয়ে আসেন। ১৪২১ খ্রিস্টাব্দে খিজির খানের মৃত্যু হয়। ফারিশতা বলেন, ‘প্রজারা তার শাসনাধীনে সুখ-শান্তিতে বাস করত।’ তাই তার মৃত্যুতে তার ক্রীতদাস এবং স্বাধীন নাগরিকরা কৃষ্ণবর্ণ পোশাক পরিধান করে শোক প্রকাশ করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর