Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ মার্চ, ২০১৭ ২৩:০৫
দুর্নীতির বিরুদ্ধে লড়াই
নতুন প্রজন্মের অংশগ্রহণ অভিনন্দন যোগ্য

দুর্নীতি এ মুহূর্তে একটি জাতীয় সমস্যা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আত্মপ্রকাশ করা বাংলাদেশের গর্বিত ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতির নোংরা কীটরা। আশার কথা দেশ ও জাতির চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দুদকের উদ্যোগে মানববন্ধনেরও আয়োজন করা হয়েছিল গত শুক্রবার। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুদক চেয়ারম্যান বলেছেন, দুর্নীতি কোনো দেশের একক সমস্যা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যার সমাধানে মানসিকতার পরিবর্তন আনতে হবে। তবে এ কাজটি প্রবীণদের জন্য খুব সহজ নয়। যে কারণে দুদক তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে রাজপথে নেমেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন প্রজন্মকে সঙ্গী করা বিশেষত তরুণ শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তোলার উদ্যোগ তাত্পর্যের দাবিদার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ জাতি ও সমাজের চালিকাশক্তি। দুর্নীতি ও অসততার বিরুদ্ধে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে এই ভয়াল দৈত্যকে প্রতিহত করার ক্ষেত্রে সক্ষমতা অর্জিত হবে। আগামী দিনের দেশ, জাতি ও সমাজ দুর্নীতির ক্লেদ থেকে মুক্ত থাকতে সক্ষম হবে। দুর্নীতি অসততা দেশের ১৬ কোটি মানুষের সব অর্জনকে গিলে খাচ্ছে নৃশংসভাবে। ব্যাংকিং খাত ফোকলা হয়ে যাচ্ছে দুর্নীতির বরপুত্রদের হাতে। জনগণের সঞ্চিত অর্থ গিলে খাচ্ছে লুটেরারা। দেশের স্বাস্থ্য খাতে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও লুটেরাদের কারণে তার সুফল অনেকাংশে ব্যাহত হচ্ছে। শিক্ষা খাতের দুর্নীতিও জাতির বিবেককে প্রতিনিয়ত আহত করছে। প্রবাসী আয় দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখলেও এই আয়ের কারিগররা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন দুর্নীতিবাজদের হাতে। জনশক্তি রপ্তানিতে দুর্নীতি আকাশ ছুঁতে চলেছে। পাসপোর্ট করতে গিয়ে উেকাচ না দিলে কাজ হয় না এটি একটি ওপেন সিক্রেট। দুর্নীতির বিরুদ্ধে দুদকের সর্বশেষ উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুললে তা জাতির জন্য এক বিরাট অর্জন বলে বিবেচিত হবে। দুর্নীতির বিরুদ্ধে জনপ্রতিরোধ সৃষ্টিতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

এই পাতার আরো খবর
up-arrow