শিরোনাম
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পুলিশ প্রধানদের সম্মেলন

অপরাধ দমনে সহযোগিতা নিশ্চিত হোক

জঙ্গি ও সন্ত্রাসবাদসহ আন্তদেশীয় অপরাধ দমনে গত রবিবার রাজধানীতে শুরু হয়েছে আন্তদেশীয় পুলিশ প্রধানদের সম্মেলন। সম্মেলনে ১৪টি দেশের প্রতিনিধি ছাড়াও ইন্টারপোল, ফেসবুক ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও আইজিসিআই, আসিয়ানপোল প্রভৃতি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। তিন দিনের এ সম্মেলনে জঙ্গি দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ, সন্ত্রাসী অর্থায়ন, মাদক পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা হয়েছে। সম্মেলনের শেষ দিনে আজ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ আন্তদেশীয় অপরাধ দমনে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরিত হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদসহ আন্তদেশীয় অপরাধ দমনে পুলিশ প্রধানদের সম্মেলন অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বজনীন সমস্যা। দুনিয়ার কোনো জাতিই এ সমস্যা থেকে মুক্ত নয়। সেহেতু এ বিপদের বিরুদ্ধে লড়তে সব জাতিকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পাশাপাশি অন্যান্য অপরাধ দমনে আঞ্চলিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। বিদ্যমান বাস্তবতার দিকে লক্ষ্য রেখে পুলিশ প্রধানদের এই সম্মেলনে ফেসবুক কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উপাসকরা তাদের অপরাধ সংঘটিত করতে ফেসবুকসহ সব সামাজিক প্রচার মাধ্যমকে ব্যবহার করছে। মানুষ খুনের প্রচারণাও চালানো হচ্ছে এসব সামাজিক প্রচার মাধ্যমের সাহায্যে। কীভাবে তাদের তত্পরতায় বাদ সাধা যায় সে ব্যাপারে পুলিশ প্রধানরা সামাজিক প্রচার মাধ্যমের কাছে সহায়তা চেয়েছেন এই সম্মেলনের মাধ্যমে। আশা করা হচ্ছে, জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রচারণা ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি সামাজিক প্রচার মাধ্যমের সহযোগিতা নিশ্চিত করবে এই সম্মেলন। সম্মেলনের যৌথ ঘোষণা অপরাধ দমনে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে—এমনটিও প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর