সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শততম টেস্টের স্মরণীয় জয়

টাইগারদের অভিনন্দন

শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। যে কোনো দেশের কাছেই শততম টেস্টের রয়েছে আলাদা গুরুত্ব। বাংলাদেশের কাছেও তা ভিন্ন হওয়ার কথা নয়। টেস্ট পরিবারের সবচেয়ে নবীন দল হলেও এ দিক থেকে বাংলাদেশের সৌভাগ্য অনেকের কাছে ঈর্ষণীয়। ক্রিকেটের পরাশক্তি ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলগুলোও তাদের শততম টেস্টে জিততে পারেনি। সে দিক থেকে টাইগাররা নিজেদের সৌভাগ্যবান বলে দাবি করতেই পারেন। বিদেশের মাঠে তাদের এই জয় সত্যিকার অর্থেই উদযাপনের মতো। ‘তোরা সব জয়ধ্বনি কর’— জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গানটি যেন সার্থক হয়ে উঠেছিল রবিবার কলম্বোর পি সারা ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ গানের কলিও সার্থকতা পেয়েছিল সমভাবে। টেস্টে এর আগে বাংলাদেশ রান তাড়া করে জিতেছে মাত্র দুবার। ২০০৯ সালের জুলাইয়ে গ্রেনাডায় ২১৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল চার উইকেটে। ২০১৪ সালের অক্টোবরে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ১০১ রানের টার্গেট ছোট হলেও তা তাড়া করতে ঘাম ছুটে গিয়েছিল বাংলাদেশের। আর  তাতেই তারা জিতেছিল তিন উইকেটে। শততম টেস্টে বাংলাদেশ প্রথম থেকেই আগ বাড়িয়ে খেলেছে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৩৩৮ রানের জবাবে সাকিবের কৃতিত্বপূর্ণ শতরানের সুবাদে বাংলাদেশ ৪৬৭ রান করে ১২৯ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে টাইগাররা শুরুতে কোণঠাসা করে ফেললেও নবম উইকেট জুটিতে দিলরুয়ান পেরেরা-সুরঙ্গা লাকমল জুটির ৮০ রানে ৩১৯-তে দাঁড়ায় তাদের সম্বল। ১৯০ রানের লিড নিতে সক্ষম হয় শ্রীলঙ্কা দল। দিনের খেলা শুরুর আগে শ্রীলঙ্কান বোলার লক্ষ্মণ সান্দাকান বলেছিলেন, ১৭৫ রানের লিড পেলেই তাদের জেতার সুযোগ থাকবে। প্রত্যাশার  চেয়েও বেশি রান পেয়ে জেতা দূরের কথা কোনো পাত্তাই পায়নি তারা টাইগারদের কাছে। শ্রীলঙ্কানদের হতাশায় ডুবিয়ে নিজেদের শততম টেস্ট স্মরণীয় করে রাখার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। কলম্বোর পি সারায় শততম টেস্টে টাইগারদের জয় তাদের আরও ভালোভাবে জিততে অনুপ্রেরণা জোগাবে— আমরা এমনটিই দেখতে চাই। মুশফিকুর রহিমের টাইগার বাহিনীকে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর