সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিস্ফোরক নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন

জননিরাপত্তায় হেলাফেলা কাম্য নয়

বিস্ফোরক দ্রব্য সহজলভ্য হয়ে ওঠায় জননিরাপত্তার জন্য তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সদস্যরা অবাধে সংগ্রহ করতে পারছে উচ্চমাত্রার বিস্ফোরক। দুভাবে তা পৌঁছে যাচ্ছে সমাজ বিরোধীদের হাতে। জঙ্গি ও সন্ত্রাসীদের ব্যবহূত বিস্ফোরকের বড় অংশ আসছে সীমান্ত ডিঙিয়ে। পাকিস্তানি, ভারতীয় ও আফগান জঙ্গিদের মাধ্যমে আসাম ত্রিপুরা ও মিজোরাম সীমান্ত হয়ে তা বাংলাদেশে প্রবেশ করছে। অন্য অংশ সংগ্রহ করা হচ্ছে দেশের কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরির এক সহকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল সন্ত্রাসীদের বিস্ফোরক সরবরাহের দায়ে। এ ঘটনার পর অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরি থেকে জঙ্গিদের বিস্ফোরক সরবরাহ হয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। জঙ্গিগোষ্ঠীগুলো সাধারণ অস্ত্র ব্যবহারের পরিবর্তে বিস্ফোরকের বিকট বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়াতেই বেশি পছন্দ করে। অস্ত্রশস্ত্রের তুলনায় বিস্ফোরকদ্রব্য সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। জঙ্গি সদস্যরা হামলা চালানোর জন্য যে কারণে বিস্ফোরকের দিকেই ঝুঁকছে। বোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় সালফার ডাই-অক্সাইড, ফসফরাস, অ্যামোনিয়াম নাইট্রেট, ডিডিটি, টিএনপি, লেডঅক্সাইড, লেড-অ্যাজাইড, মারকারি, গন্ধক ও পটাশিয়াম সালফাইড। ঢাকায় যেসব বৈধ বিস্ফোরকদ্রব্য বিক্রির দোকান রয়েছে সেগুলো থেকে জঙ্গি ও সন্ত্রাসীরা এসব বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করে বলে ধারণা করা হয়। দোকানগুলো কী পরিমাণ বিস্ফোরক আমদানি ও বিক্রি করে তা নজরদারির দায়িত্বে আছে বিস্ফোরক অধিদফতর। প্রতি মাসেই নির্দিষ্ট এলাকার দায়িত্বরত পরিদর্শকের বিস্ফোরক দোকানগুলো পরিদর্শন করার কথা। তারা কি পরিমাণ বিস্ফোরক এনেছে এবং বিক্রি করেছে তার হিসাব বিস্ফোরক অধিদফতরে জমা দেওয়ার নিয়ম থাকলেও তা কাগজে-কলমে সীমাবদ্ধ, ম্যাচ তৈরির উপাদান রেড সালফার ককটেল বা হাতবোমা তৈরির কাজেও ব্যবহূত হয়। ব্যবসায়ীরা ভুয়া কাগজপত্র দেখিয়ে সন্দেহভাজন জঙ্গি ও সন্ত্রাসীদের কাছে বিস্ফোরক বিক্রি করে বলে ব্যাপকভাবে সন্দেহ করা হয়। জননিরাপত্তার স্বার্থে সন্ত্রাসী ও জঙ্গিগ্রুপগুলোর হাতে যাতে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র পৌঁছাতে না পারে সে ব্যাপারে কড়া নজরদারি অবলম্বন করা দরকার। এ ক্ষেত্রে কোনো হেলাফেলার সুযোগ থাকা উচিত নয়।

সর্বশেষ খবর