শিরোনাম
সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সুন্নতের পথেই সাফল্য আসবে

আল্লামা মাহমূদুল হাসান

মহান আল্লাহ বলেন, ‘যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহর দীনকে সাহায্য কর, তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। পৃথিবীর যে কোনো রাষ্ট্র বা শক্তি যদি তোমাদের রাষ্ট্র ও মুক্তির বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তারা ছিন্নভিন্ন  হয়ে যাবে। তোমরাই থাকবে দৃঢ়পদ, আর তোমাদেরই সঙ্গে থাকবে গায়েবি মদদ।’ (সূরা মুহাম্মাদ : ৭) বিজয় চাওয়ারও এই একটাই পথ। সুন্নতের পথ। সে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যদি সুন্নতের মাধ্যমে দেশ ও জাতিরক্ষা করতে পারেন, তাহলে এ যুগে আরও বেশি পারার কথা। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এমন একটি যুগ আসবে, তখন যদি কেউ ১০ ভাগের ১ ভাগ আমল করে, তাহলে সাহাবায়ে কেরামের সমান সওয়াব ও পুরস্কার পাবে।

সব কথার এক কথা, সুন্নতের বাইরে ইসলাম নেই। উদাহরণ হিসেবে বলি, আমাদের সারাটা শরীর চামড়া দিয়ে মোড়ানো। এ চামড়ার ঠিক নিচেই মাংস, তার ভিতর দিয়ে রক্তের চলাচল। এর নিচে হাড্ডি আর হাড্ডির ভিতর মজ্জা। এ চামড়া, মাংস, হাড্ডি এবং মজ্জার সঞ্চালন হয় আত্মার মাধ্যমে। আত্মাহীন শরীরের এ আয়োজন যেমন কোনো কাজের না, তেমনি সুন্নত ছাড়া মানুষের প্রতিটি পদক্ষেপ অকৃতকার্য! কারণ এই আত্মার মধ্যেও রয়েছে দেমাগ। এ দেমাগ দিয়ে মানুষ আকাশে ওঠে পাতালে নামে। আত্মা আর দেমাগ যত দামিই হোক, পেশি আর হাড়ের যত মূল্যই থাকুক, সব ধ্বংস হয়ে যাবে, যদি চামড়া না থাকে। চামড়ার হেফাজত না করা হলে না দেমাগের হেফাজত সম্ভব, না মাংসের। একটুখানি চামড়া কেটে গেলেই শুরু হবে রক্তক্ষরণ। কিছুক্ষণ পর সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না; মাটিতে ঢলে পড়বে। এক সময় দেখা যাবে, চামড়ায় পচন ধরেছে। এ পচন ছড়িয়ে পড়বে সারা শরীরে, মাংসে, হাড্ডিতে এমনকি হাড্ডির ভিতরে মজ্জাতেও। সবশেষে দেখা যাবে, মানুষটি মরে গেছে। তেমনি সুন্নতও হলো দীনের চামড়া; মানুষের শান্তি ও উন্নতির চামড়া। পৃথিবীর সব মানুষের কল্যাণ ও মঙ্গল হোক দুনিয়া বা আখিরাতের, শরীরী কিংবা অশরীরী, দেশি হোক বা আন্তর্জাতিক, সবই এ সুন্নতের চামড়ায় মোড়ানো। সুন্নতহীন মানুষের প্রতিটি পদক্ষেপ চামড়াহীন অঙ্গের মতো, যে কোনো সময় ইনফেকশনে সেটা হতে পারে মৃত্যু বা ধ্বংসের কারণ। ইসলামের প্রতিটি অংশ, শরিয়ত, তরিকত, মারেফত এবং হকিকত— সবই মোড়ানো এ সুন্নতের চামড়া দিয়ে। চামড়া নষ্ট হলে ক্রমান্বয়ে ভিতরের সব নষ্ট হয়ে যাবে। এভাবেই যদি সুন্নত ছুটে যায়, তাহলে ইমান ও আমল, শরিয়ত ও মারেফত, তরিকত এবং হাকিকত, এমনকি দুনিয়া-আখিরাতের যত জাহেরি ও বাতেনি উন্নতি ও প্রগতি ব্যক্তি ও সমষ্টির কল্যাণ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ, সব ধ্বংস হয়ে যাবে। এ জন্য আমাদের প্রয়োজন একতাবদ্ধ হয়ে সমষ্টিগতভাবে সমাজ ও রাষ্ট্রের সব জায়গায় সুন্নত প্রতিফলন করা।

লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ।

সর্বশেষ খবর