বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ভেষজ

নিমের নানা গুণ

অনেক দিন ধরে পেটে অসুখ। পাতলা পায়খানা হলে নিমপাতার ৩০ ফোঁটা রস সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে। নিমপাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোসপাঁচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েক দিন লাগালে চুলকানি ভালো হয়। পোকা-মাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশম হবে। নিমের পাতা ও ছালের গুঁড়া কিংবা নিমের ছাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবে রোগ থেকে।

     ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর