বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জনস্বাস্থ্যের মেগা কর্মসূচি

টেকসই উন্নয়নের পথ দেখাবে

জনস্বাস্থ্য উন্নয়নে ১ লাখ ১৬ হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদি মেগা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। চতুর্থবারের মতো নেওয়া এই পাঁচ বছর মেয়াদি কর্মসূচি বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জন সহজতর হবে বলে আশা করা হচ্ছে। জনস্বাস্থ্য উন্নয়নে ইতিপূর্বে গৃহীত তিনটি পাঁচ বছর মেয়াদি কর্মসূচি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্ষমতা জুগিয়েছে। নতুন পাঁচ বছর মেয়াদি কর্মসূচি বাস্তবায়িত হলে টেকসই উন্নয়নের ক্ষেত্রেও ইপ্সিত লক্ষ্য অর্জিত হবে। স্মর্তব্য, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে থাকলেও নারী ও শিশুর অপুষ্টি, খর্বাকৃতি এবং ওজনহীনতার সূচকগুলোতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। এসব লক্ষ্য পূরণের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কর্মসূচিটি অবদান রাখতে সক্ষম হবে এমনটিই প্রত্যাশিত। চতুর্থবারের এ কর্মসূচি চলতি বছরের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে। মোট বরাদ্দের মধ্যে ৯৬ হাজার ৬৩৯ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। বাকি ১৮ হাজার ৮৪৭ কোটি টাকা আসবে বিশ্বব্যাংক ইউএনএফপিএসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকল্প সহায়তা হিসেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঔষধ অধিদফতর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও গণপূর্ত অধিদফতর মেগা কর্মসূচি বাস্তবায়নে অবদান রাখবে। ১৯৯৮ সাল থেকে সরকার জনস্বাস্থ্য উন্নয়নের এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ২০১৬ সাল পর্যন্ত তিনটি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জনস্বাস্থ্য উন্নয়ন অপরিহার্য শর্ত হিসেবে বিবেচিত হয়। আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জনস্বাস্থ্য, পুষ্টি খাতের উন্নয়নে বিপুল অর্থ ব্যয় প্রশংসার দাবিদার। বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় যে দিকে লক্ষ্য রাখা হবে এমনটিই প্রত্যাশিত। সঠিকভাবে এ খাতের প্রকল্পগুলোর বাস্তবায়নে তীক্ষ নজর রাখাও জরুরি। সরকারি প্রকল্পে বরাদ্দকৃত অর্থের হরিলুট আমাদের দেশে ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত। জনস্বাস্থ্যে উন্নয়নে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়নে সে বিচ্যুতি যাতে মাথাচাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ খবর