শিরোনাম
শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মংলা বন্দরের উন্নয়ন

ব্যবসায়ীবান্ধব পরিচিতি গড়ে উঠুক

দুটি সমস্যা থেকে মংলা বন্দরকে বের করে আনার চেষ্টা চলছে। এর একটি হলো সমুদ্র থেকে জেটিতে জাহাজ চলাচলের চ্যানেলে নাব্য ফিরিয়ে আনা এবং অন্যটি শুল্কায়নের জটিলতার অবসান। বন্দরের জেটিমুখী চ্যানেলে ডুবে থাকা বিপুলসংখ্যক জাহাজ নাব্যতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যে সংকট কাটাতে ডুবে যাওয়া জাহাজগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরের কার্যক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের ওপর আমদানি-রপ্তানি বাণিজ্যের চাপ থাকে বছরজুড়ে। এ চাপ কমাতে মংলা বন্দর কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। বাংলাদেশ প্রতিদিনে বন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পদ্মা সেতু চালু হলে সড়কপথে রাজধানী ঢাকার সবচেয়ে কাছাকাছি সমুদ্রবন্দরে পরিণত হবে ‘মংলা বন্দর’। তখন এ বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি খরচ চট্টগ্রাম বন্দরের চেয়ে তুলনামূলকভাবে কমে যাবে। সঙ্গত কারণেই ব্যবসায়ীরা অর্থ সাশ্রয়ে এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠবেন। সে চাপ সামলাতে বন্দর উন্নয়নে নানামুখী প্রস্তুতি চলছে। মংলায় বহির্নোঙর থেকে জেটি পর্যন্ত ১৩১ কিলোমিটার এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রায় ১৭টি ডুবোজাহাজ বা র‌্যাক। এর মধ্যে পাঁচটি বেশি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মংলা বন্দরকে পরিপূর্ণভাবে ব্যবহার উপযোগী করতে ডুবোজাহাজ অপসারণে পদক্ষেপ নিতে হবে। বর্তমানে বন্দরের পাঁচটি জেটির কার্যক্ষমতার অর্ধেক ব্যবহৃত হচ্ছে। বাকি অর্ধেক এখনো অব্যবহৃত থাকছে। আগামী দিনের চাপের কথা চিন্তা করে পাঁচটি জেটির সম্পূর্ণ ব্যবহার এবং আরও চারটি নতুন জেটি ও দুটি ইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নাব্যতা নিশ্চিত করতে পশুর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং করা হলেও সাড়ে ৭ থেকে ৮ মিটারের বেশি ড্রাফটের জাহাজ বন্দরে আনা সম্ভব হচ্ছে না। ফলে আরও বেশি ড্রাফটের জাহাজ চলাচল নিশ্চিত করতে আরও ৭৩২ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আশা করা যায় এসব উদ্যোগ মংলা বন্দরের সক্ষমতা বাড়াবে। দেশের ভবিষ্যতে আমদানি-রপ্তানি বাণিজ্যে এ বন্দর বাড়তি ভূমিকা রাখতে সক্ষম হবে।  মংলা বন্দরের ওপর ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে শুল্কায়নের জটিলতা অবসানেও নিতে হবে উদ্যোগ। ব্যবসায়ীবান্ধব বন্দর হিসেবে পরিচিতি অর্জনে যে বিষয়টি প্রাসঙ্গিকতার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর