শিরোনাম
রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা শহীদদের মর্যাদা

মুফতি আনিসুর রহমান জাফরী

ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা শহীদদের মর্যাদা

মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘তোমরা যদি মহান আল্লাহর নেয়ামত গণনা কর তবে তা শেষ করতে পারবে না।’  (সূরা নাহল, আয়াত ১৭)। মানুষকে আল্লাহতায়ালা যতগুলো নেয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ নেয়ামত হলো স্বাধীনতা। সৃষ্টিরাজ্যে আর কোনো সৃষ্টিকে আল্লাহতায়ালা এ নেয়ামত দেননি। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। যারা মানুষের স্বাধীনতা হরণ করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করা মুমিনের একান্ত কর্তব্য। নিজের অধিকার আদায়ে সংগ্রাম করাকে মুমিনের বৈশিষ্ট্য বলা হয়েছে কোরআনে। ‘প্রকৃত বিশ্বাসী ও আল্লাহর ওপর ভরসাকারী তারাই, যারা অত্যাচারিত ও নির্যাতিত হলে প্রতিরোধ করে।’ (সূরা শুরা, আয়াত ৩৯)। এ প্রতিবাদ-প্রতিরোধ করতে গিয়ে কেউ যদি নিহত হয় তবে রসুলের হাদিসে তাকে শহীদ বলা হয়েছে। সাঈদ ইবনে যায়িদ (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে শহীদ। নিজের পরিবার-পরিজন রক্ষা করতে গিয়ে যে নিহত সে শহীদ। নিজের জীবন অথবা ধর্ম রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সেও শহীদ।’ (তিরমিজি)। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘নিজের অধিকার আদায় করতে গিয়ে যে নিহত হয়েছে সে শহীদ। (নাসায়ি)। অন্য একটি হাদিসে রসুল (সা.) বলেছেন, ‘কতই না চমৎকার মৃত্যু তার, যে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নিহত হলো। (মুসনাদে আহমাদ)।

পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বলা যায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জনের জন্য যেসব বিশ্বাসী প্রাণ জীবন বিলিয়ে দিয়েছেন তারা সবাই শহীদি মর্তবা পেয়েছেন। আর যারা এখনো জীবিত আছেন তারা হলেন গাজী। শহীদ-গাজী স্বাধীনতার সৈনিকরা দেশের শ্রেষ্ঠ সন্তান। আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা তাদের জন্য উৎসর্গ করতে হবে। প্রতিদিনকার প্রার্থনায় তাদের শরিক রাখতে হবে। তাদের রুহের মাগফিরাতে বিভিন্ন ধরনের দোয়া-দুরুদ, মিলাদ-মাহফিল এবং কল্যাণমুখী কাজ করতে হবে। রসুল (সা.) বলেছেন, ‘যদি কেউ তোমাদের কোনো উপকার করে তবে তাকে প্রতিদান দেবে। যদি প্রতিদান দিতে না পার তবে তার জন্য এমনভাবে দোয়া করবে যেন তোমাদের মন সাক্ষী দেয়, হ্যাঁ তোমরা তার প্রতিদান দিয়ে দিয়েছ।’ (আবু দাউদ)। শুধু স্বাধীনতা বা বিজয় দিবসেই নয়, বছরের প্রতিটি দিন মুক্তি সৈনিকদের জন্য মহান আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। কারণ, তাদের অসিলায় আমরা আজ স্বাধীন।  তাদের কারণেই স্বাধীনভাবে ডাকতে পারছি মহান আল্লাহকে। কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে। কৃতজ্ঞতা মুক্তি সৈনিকদের প্রতি।

লেখক : প্রতিষ্ঠাতা পরিচালক, মুুহিউস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা, ডগাইর, ডেমরা, ঢাকা।

সর্বশেষ খবর