সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

টাইগারদের অসামান্য জয়

জাতিকে স্বাধীনতা দিবসের উপহার

স্বাধীনতার ৪৬তম বার্ষিকীতে জাতিকে এক অনন্য উপহার দিয়েছেন মাশরাফি বাহিনী। শ্রীলঙ্কার ডাম্বুলা স্টেডিয়ামে তারা ওয়ান ডে ক্রিকেটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয়ী হয়েছেন ৯০ রানের বিশাল ব্যবধানে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা দল। ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এ যাবৎ তিনবার খেলেছে এবং তিন খেলাতেই হেরেছে বড় ব্যবধানে। ওই মাঠে এর আগে তিনবার মাত্র তিনশ রান অতিক্রম হয়েছে ওয়ান ডে ম্যাচে, যার দুটিই বাংলাদেশের বিরুদ্ধে। পরিসংখ্যান যাই হোক আর টসে যেই জিতুক টাইগাররা শুরু থেকেই খেলেছে দাপটের সঙ্গে। ওপেনার সৌম্য সরকার ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রান না পেলেও তা বাংলাদেশের জয়যাত্রায় কোনো বিরূপ প্রভাব রাখতে সক্ষম হয়নি। ব্যাট হাতে তামিম ইকবালের শতরান, শাকিবের ৭২ আর সাব্বিরের ৫৪ রান বাংলাদেশকে ৫ উইকেটে ৩২৪ রানের বিশাল স্কোর গড়তে সাহায্য করে। ব্যাট হাতে অসামান্য কৃতিত্বের পর বল হাতেও তারা নিজেদের সেরা বলে প্রমাণ করতে সক্ষম হয়। অধিনায়ক মাশরাফি তার তৃতীয় বলে লঙ্কা দলের ওপেনার দানুস্কা গুনাতিলকাকে যেভাবে এলবিডব্লিউ করে দেন পুরো ম্যাচে সে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজ, তাসকিন, সাকিবের দাপটে শ্রীলঙ্কাকে সব উইকেট হারিয়ে ২৩৪ রানে সন্তুষ্ট থাকতে হয়। শ্রীলঙ্কার সিংহের বিরুদ্ধে বাংলাদেশের বাঘদের এ সাফল্যে সিরিজ জয়ের স্বপ্নও দেখছে তারা। স্বাধীনতা দিবসের আগের রাতে টাইগারদের এ বড় মাপের বিজয় দেশের ১৬ কোটি মানুষকে যেমন আনন্দের সাগরে ভাসিয়েছে তেমন মাশরাফি বাহিনীর মনোবলকে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি ও ম্যাচ জয়ের নায়ক তামিম ইকবালকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আমরা আশা করব এ জয় টাইগারদের আরও দায়িত্বশীল হতে সাহায্য করবে। জাতির জন্য সিরিজ জয়ের বার্তা বয়ে আনতে অনুপ্রেরণা জোগাবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতিকে অসামান্য উপহারের জন্য টাইগারদের আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর