বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক

পারস্পরিক সহযোগিতার মেলবন্ধন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রিটিশ পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড গত মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা তেরেসা মের চিঠিটি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত কৌশলগত সংলাপে ব্রিটিশ আন্ডার সেক্রেটারি শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় দুই দেশের যৌথ অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের পর কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন আগামী জুন থেকে ব্রিটিশ ভিসার প্রায়োরিটি সার্ভিস পাবেন বাংলাদেশিরা। কৌশলগত সংলাপ শেষে দেওয়া যৌথ ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পর বাংলাদেশের মতো বন্ধু দেশের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। ব্রিটিশ প্রতিনিধি দলের প্রধান স্যার সাইমন ম্যাক ডোনাল্ড শুল্কমুক্ত কোটামুক্ত বাজার সুবিধা প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, এক্ষেত্রে আগের চেয়েও গভীর ও ভালো সম্পর্ক গড়ে উঠবে। একই দিন সফরকারী ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে জিএসপি সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাজ্য এবং ইইউ’র কাছ থেকে একই সময় পাওয়া দুটি আশ্বাস বাংলাদেশের জন্য এক স্বস্তিদায়ক ঘটনা। দেশের বহিঃবাণিজ্যের এক বড় অংশজুড়ে আছে ইউরোপ এবং এ মহাদেশেই দেশের তৈরি পোশাকের বড় অংশ রপ্তানি হয়। বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিতের পর ইইউ এ সুবিধা প্রত্যাহার করবে কিনা তা নিয়েও সৃষ্টি হয় সংশয়। ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসার পর দেখা দেয় নতুন সমস্যা। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া জিএসপি সুবিধার চুক্তি যেহেতু যুক্তরাজ্যের জন্য প্রযোজ্য নয় সেহেতু সে দেশে পণ্য রপ্তানিতে প্রতিকূল অবস্থায় পড়ে বাংলাদেশ। এ সংকট অবসানের আশা জাগিয়েছে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি। সম্পর্ক গভীর করার যে আগ্রহ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে ব্যক্ত করেছেন তা কমনওয়েলথভুক্ত দুই বন্ধু দেশই উপকৃত হবে। যুক্তরাজ্য ও  ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারই শুধু নয় উন্নয়নেরও প্রধান সহযোগী। গণতন্ত্র ও বিশ্ব শান্তির স্বার্থে এ সুসম্পর্কের আরও বিকাশ ঘটুক এ প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি মানুষের।

সর্বশেষ খবর