শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইন্টার পার্লামেন্টারি সম্মেলন

বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে

বিশ্বজুড়ে বিদ্যমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্য দূরীকরণে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে রাজধানীতে আজ শুরু হচ্ছে পাঁচ দিনের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। সম্মেলনে ৫৩টি দেশের সংসদের স্পিকার এবং ১৩২টি দেশের ৬৫০ জন সংসদ সদস্য অংশ নিচ্ছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এই সম্মেলন অনুষ্ঠানকে দেশের ইতিহাসের একটি মর্যাদাপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সম্মেলন কেন্দ্র করে আইপিইউর নারী সংসদ সদস্যদের ২৫তম অধিবেশনও অনুষ্ঠিত হবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক নারী সংসদ সদস্য অংশ নেবেন বলে কথা রয়েছে। স্মর্তব্য, বিশ্বের সংসদ সদস্যদের অভিজাত এই সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। ২০১৫ সালের ১৬ অক্টোবর আইপিইউর ১৩১তম সাধারণ সভায় তিনি এই পদে নির্বাচিত হন। বাংলাদেশের জন্য যা একটি অনন্য সম্মান হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। জেনেভাভিত্তিক এই সংস্থা বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় সংস্থা হিসেবে পরিচিত। বিশ্বের ১৭০টি দেশ এর সদস্য এবং সহযোগী সদস্য সংখ্যা ১১। গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আয়োজন বিশ্বপরিসরে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সম্মেলন বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্য রোধকে লক্ষ্য হিসেবে বেছে নেওয়ায় বিশ্বশান্তির জন্য তা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে। নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের বিষয়েও সম্মেলনে আলোচনা করা হবে। আশা করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ সম্মেলন ভূমিকা রাখবে এমনটিই প্রত্যাশিত। দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারী অতিথিদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন।

সর্বশেষ খবর