রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নামাজের গুরুত্ব ও ফজিলত

মাওলানা কারী আবদুস সোবহান বিক্রমপুরী

নামাজের গুরুত্ব ও ফজিলত

ইমানের পর একজন মুসলমানের প্রথম ও প্রধান কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ শরিয়তের আবশ্যিক ইবাদত ও দীনের মূল ভিত্তি। আল্লাহ বলেন, ‘আর তোমরা নামাজ কায়েম কর, জাকাত প্রদান কর এবং রুকুকারীদের সঙ্গে রুকু কর।’ (সুরা বাকারা, আয়াত : ৪৩।) পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহতায়ালা এভাবেই নামাজ কায়েমের নির্দেশ করেছেন। নামাজের মাধ্যমে বান্দা আত্মিক ও দৈহিক পবিত্রতা লাভ করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কারও বাড়ির সামনে যদি একটি নদী থাকে, আর ওই নদীতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে, তবে কী তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবিরা বললেন, না। তার শরীরে কোনো ময়লা থাকবে না। রসুল (সা.) বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন। (বুখারি : ৪৯৭)। অন্যত্র রসুল (সা.) বলেছেন, ‘কোনো মুমিন-মুসলমান অজুর জন্য মুখমণ্ডল ধৌত করলে পানির শেষ ফোঁটার সঙ্গে চোখের গুনাহ বের হয়ে যায়। দুই হাত ধৌত করলে পানির শেষ ফোঁটার সঙ্গে হাতের গুনাহ বের হয়ে যায়। দুই পা ধৌত করলে পা দ্বারা কৃত গুনাহ পানির শেষ ফোঁটার সঙ্গে বের হয়ে যায়। এমনিভাবে অজুর সময় সে যাবতীয় গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। (মুসলিম)।

নামাজ বান্দাকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী করে দেয়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘বান্দা সেজদার সময় তার মহান প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী থাকে।’ (মুসলিম)। একইভাবে নামাজের প্রতি অবহেলা আমাদের মহান আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। নামাজের প্রশ্নে উত্তীর্ণ হলে আখেরাতের সব মনজিলে উত্তীর্ণ হওয়া সহজ হবে। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব ভালো হয় তবে তার সব আমলই ভালো হবে। আর যদি নামাজের হিসাব খারাপ হয় তবে তার সব আমলই বরবাদ হবে। (তাবরানি আওসাত)। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে অর্থাৎ যথাযথভাবে সালাত আদায় করবে কেয়ামতের দিন তা তার জন্য নূর, দলিল ও মুক্তির উপায় হবে। আর যে নামাজের সংরক্ষণ করবে না, তা তার জন্য নূর, দলিল ও মুক্তির উপায় হবে না।  তার হাশর হবে ফেরাউন, কারুণ ও উবাই ইবনে খালফের সঙ্গে।’ (মুসনাদে আহমাদ)।

লেখক : খতিব, বড়পীর আবদুল কাদের জিলানী (র.) জামে মসজিদ, পোস্তগোলা বাসস্ট্যান্ড, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর