বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আইপিইউর প্রস্তাব

সব দেশের সার্বভৌমত্বে শ্রদ্ধাশীল হতে হবে

বিশ্বের সর্বোচ্চ সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (্আইপিইউ)-এর ১৩৬তম সম্মেলনে দুর্বল দেশের অভ্যন্তরীণ বিষয়ে সবল দেশের হস্তক্ষেপ বন্ধে প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাব পাসকে আইপিইউর ঢাকা সম্মেলনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়েছে ৪৪-১০ ভোটে। বিশ্বজুড়ে যখন উগ্র জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে এবং ক্ষুদ্র ও দুর্বল জাতিগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে তখন আইপিইউর ঢাকা সম্মেলনে দুর্বল দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার প্রশ্নে আনীত প্রস্তাবটি গুরুত্বের দাবিদার। প্রস্তাবটি চার-পঞ্চমাংশ সমর্থনে পাস হলেও এর বিরুদ্ধে ১১টি দেশের আপত্তি দুর্ভাগ্যজনক। প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, তুরস্ক, ইউক্রেন, আইসল্যান্ড, নরওয়ের অবস্থান হতাশ করার মতো। স্মর্তব্য, আইপিইউর ইতিহাসে প্রথমবারের মতো কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হলো। প্রস্তাবটি নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধও দেখা দেয়। এ নিয়ে টানা তিন দিন আইপিইউর শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক উপকমিটির বৈঠকে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্কও হয়। শেষ পর্যন্ত কিছু সংশোধনীসহ প্রস্তাবটি গৃহীত হয়। আইপিইউর ঢাকা সম্মেলনে দুর্বল দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রস্তাব পাসের পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাবৃষ্টিকবলিত আফ্রিকা ও ইয়েমেনের লাখ লাখ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংবলিত একটি জরুরি প্রস্তাবও গৃহীত হয়েছে। স্মর্তব্য, আফ্রিকার বিভিন্ন প্রান্তে এবং ইয়ামেনে যে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে তার জন্য অনাবৃষ্টি কিংবা প্রাকৃতিক বিরূপ অবস্থাই শুধু দায়ী নয়, গৃহযুদ্ধ কিংবা হানাহানিও অনেকাংশে দায়ী। বলাই বাহুল্য, এ গৃহযুদ্ধ ও হানাহানিতে কোনো কোনো সবল দেশের নেপথ্য ভূমিকা জড়িত। বিশ্ব থেকে হানাহানি বন্ধ করতে হলে স্বাধীন-সার্বভৌম কোনো দেশের ওপর শক্তিমান দেশের হস্তক্ষেপের প্রবণতা রোধ করতে হবে। দুর্বল ও ক্ষুদ্র দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শক্তিমান দেশগুলোকেও শ্রদ্ধাশীল হতে হবে। বিরাজমান বিশ্ব বাস্তবতায় জঙ্গি ও সন্ত্রাসবাদ লড়াইয়ে বিশ্ব সমাজের ঐক্যের স্বার্থেও বিষয়টি প্রাসঙ্গিকতার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর