বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ভেষজ

ঘৃতকুমারী

ঘৃতকুমারী বা অ্যালোভেরার অনেক গুণের মধ্যে একটি হলো চুলের উজ্জ্বলতা বাড়াতে কন্ডিশনার হিসেবে কাজ করে। এ ছাড়া চুলপড়া রোধ এবং খুশকি প্রতিরোধে অসাধারণ এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী।

* খুশকি দূর করতে মেহেদি পাতার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে লাগাতে পারেন চুলে।

* মাথা যদি সব সময় গরম থাকে তাহলে পাতার শাঁস প্রতিদিন একবার তালুতে নিয়ম করে লাগালে মাথা ঠাণ্ডা হয়।

* অ্যালোভেরা রস মাথার তালুতে ঘষে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।

* শ্যাম্পু করার আগে আধা ঘণ্টা অ্যালোভেরার জুস খাওয়া চুলের জন্য ভালো। এতে চুল পড়া অনেকাংশে কমে যায়। খুশকি কমাতেও এটি সহায়ক। অ্যালোভেরায় আছে অ্যালোমিন নামক উপাদান, যেটি চুল লম্বা করতে সাহায্য করে। এ ছাড়া বাড়িতে বসেও বানিয়ে নিতে পারেন অ্যালোভেরার কন্ডিশনার। সাধারণত আপনার চুলের ঘনত্বের ওপর নির্ভর করে কটা পাতার প্রয়োজন।

     ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর