শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈষম্যমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার

আইপিইউর সৌরভ ছড়িয়ে পড়ুক

বৈষম্যমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার এবং সার্বভৌম কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ না করার ঢাকা ঘোষণার মাধ্যমে শেষ হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত পাঁচ দিনের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের ১৩২টি দেশের সংসদ সদস্য। অর্ধশতাধিক দেশের স্পিকার ও ডেপুটি স্পিকারও সম্মেলনে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের হুমকিকে উড়িয়ে দিয়ে শান্তিপূর্ণভাবে এ ধরনের একটি বিশ্ব সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ তার সামর্থ্যের পরিচয় দিতে সক্ষম হয়েছে বিশ্ব সমাজের কাছে। নারীর ক্ষমতায়ন, দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং শিশু ও নারীর মানবাধিকার উন্নয়নে বাংলাদেশের সাফল্যকে অবাক হয়ে দেখার সুযোগ পেয়েছেন বিশ্বের ১৩২টি দেশের প্রতিনিধিরা। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণার অবসান ঘটাতে এ সম্মেলন কার্যকর ভূমিকা রেখেছে এমন কথাও বলেছেন সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সম্মেলনের ঢাকা ঘোষণায় বৈষম্য কমাতে আইনি কাঠামো শক্তিশালী করার যে আহ্বান জানানো হয়েছে তাকে সময়ের প্রেক্ষাপটে তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্বে আজ যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তার পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থার বৈষম্য অনেকাংশে দায়ী। এ দৈত্যের বিরুদ্ধে লড়তে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বিশ্ব গড়ে তুলতে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের তাগিদ সৃষ্টি করেছে সম্মেলনে গৃহীত প্রস্তাব। সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার এবং এ ব্যাপারে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে ঢাকা সম্মেলনে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয়েছে বিভিন্ন দেশের পক্ষ থেকে। বিশ্বজনীন এ সমস্যার মোকাবিলায় ব্যক্তি, সমাজ  ও রাষ্ট্র সবাইকে নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিয়েছেন সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা।  আইপিইউর সম্মেলন বাংলাদেশে গণতন্ত্র চর্চা এবং সংসদীয় ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।  এ সম্মেলনের সৌরভ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা বিকশিত হোক এটাই আমাদের প্রত্যাশা।

সর্বশেষ খবর