শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

টাইগারদের শ্রীলঙ্কা মিশন

সিরিজ ড্রয়ের কৃতিত্ব এক বড় অর্জন

টেস্ট ও ওয়ান ডের মতো টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ড্র করার কৃতিত্ব দেখাল টাইগাররা। বৃহস্পতিবার টাইগাররা তাদের শ্রীলঙ্কা মিশন শেষ করেছে টি-টোয়েন্টিতে ৪৫ রানের জয় দিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঘোষণা করেছিলেন শ্রীলঙ্কা সিরিজ শেষে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন। বাংলাদেশ দলের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়কের এ ঘোষণা সতীর্থদের মধ্যে আবেগ সৃষ্টি করে। প্রথম টি-টোয়েন্টিতে হারলেও তারা শপথ নেন অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে এ খেলায় মাশরাফিকে জয় উপহার দেবেন। টাইগাররা ব্যাট বল ফিল্ডিং— তিন ক্ষেত্রেই ভালো খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্পষ্ট জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। শ্রীলঙ্কা সিরিজে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে টাইগাররা সিরিজ ড্রয়ের যে কৃতিত্ব দেখিয়েছে তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ কোনো দলকে তাদের নিজেদের মাটিতে বিদেশি কোনো দলের পক্ষে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফর্মে সিরিজ ড্র করা আদতেই কঠিন। অস্ট্রেলিয়া দলও গত বছর শ্রীলঙ্কা সফরের সময় নাকানি-চুবানি খেয়েছে স্বাগতিকদের কাছে। সেদিক থেকে বাংলাদেশ ছিল হার না মানা মনোভাবের অধিকারী। প্রথম টেস্টে বাংলাদেশ হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে জোরালভাবে। ওয়ান ডেতে তারা যে দাপট দেখিয়েছে তা সমীহ আদায় করার মতো। টি-টোয়েন্টিতেও নিজেদের কৃতিত্বের প্রমাণ রেখে তারা শ্রীলঙ্কাকে শেষ খেলায় ৪৫ রানে হারিয়ে দাপুটে জয়ের মাধ্যমে সিরিজ ড্র করেছে। বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি বাংলাদেশকেই ফেবারিট বলে ভাবেন। বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্বকাপেও জয়ী হবে এমন সম্ভাবনারও কথা বলেছেন তিনি। শ্রীলঙ্কায় স্বাগতিক দলের সঙ্গে সমানে সমান লড়াইয়ের কৃতিত্ব বাংলাদেশ দলের মনোবল আরও বাড়াতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। দায়বদ্ধ দল হিসেবে তাদের যে পরিচিতি গড়ে উঠেছে তা এগিয়ে নিতে সক্ষম হলে অস্ট্রেলিয়া সফরেও চমক লাগানো সাফল্য দেখানো সম্ভব হবে। কাউকে ভয় পাওয়া নয়, বরং নিজেদের ওপর আস্থা রেখেই এগোতে হবে টাইগারদের।

সর্বশেষ খবর