রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় মার্কিন হামলা

এ হঠকারিতা বন্ধ হওয়া উচিত

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দানা বেঁধে উঠেছে। শুক্রবার রাতে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের মধু চন্দ্রিমার সম্পর্কে ভাঙন ধরিয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে মস্কো সিরিয়াসভাবে নিয়েছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটতে পারে। একই সঙ্গে সিরিয়ার স্পর্শকাতর স্থাপনাগুলো আরও সুরক্ষিত করারও ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলার অভিযোগে। সিরিয়া রাসায়নিক হামলায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দামেস্ক বলেছে, তাদের বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত ও বহু লোক আহত হয়েছে। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা নিঃসন্দেহে গুরুতর। কারা এ অস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে সন্দেহ থাকা সত্ত্বেও বিষয়টি উদ্ঘাটনের আগেই তড়িঘড়ি করে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা কাণ্ডজ্ঞানহীনতার নামান্তর বললেও অত্যুক্তি হবে না। সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী এটি প্রমাণ করা গেলেও সে দেশে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অধিকার থাকার কথা  নয়। এ ধরনের অভিযোগে জাতিসংঘের তত্ত্বাবধানে শক্তি প্রয়োগের সুযোগ থাকলেও ট্রাম্প প্রশাসন সে পথ বেছে না নিয়ে যেভাবে একটি স্বাধীন-সার্বভৌম দেশের ওপর চড়াও হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ এনেছে তা সুস্পষ্টভাবে প্রমাণ করা না গেলেও বিশ্বের এই শক্তিধর দেশটি অতীতে ভিয়েতনামসহ বিভিন্ন দেশে অসংখ্যবার যে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে এটি বিশ্বের সবারই জানা। ভিয়েতনামে মার্কিন রাসায়নিক বোমার বিরূপ প্রতিক্রিয়া সাড়ে চার দশক পরও এখনো অনুভূত হচ্ছে। ট্রাম্প প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্র অতীতের এ অপরাধের জন্য আদৌ অনুতপ্ত বলেও মনে হয় না।  আমরা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের যেমন নিন্দা জানাই তেমন এই অপ্রমাণিত অভিযোগে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলাকেও অগ্রহণযোগ্য বলে অভিহিত করতে চাই।  বিশ্ব শান্তির স্বার্থে এ ধরনের হঠকারিতা বন্ধ হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর