সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

প্রথম মুরাদ

‘প্রথম যুগের ওসমানলী নেতৃবৃন্দের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন মুরাদ।’ ১৩৫৯ খ্রিস্টাব্দে অরখানের মৃত্যুর পর ৪০ বছর বয়সে তার দ্বিতীয় পুত্র প্রথম মুরাদ সিংহাসনে আরোহণ করেন। তিনি নিরক্ষর হলেও অটমান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা লাভ করেন। তার কৃতিত্বের প্রধান ভিত্তি ছিল অসামান্য সামরিক গৌরব। ওসমান তুর্কি বংশ এবং অরখান রাষ্ট্র প্রতিষ্ঠা করেন; কিন্তু সামরিক মেধাসম্পন্ন ও রণকুশলী মুরাদ শুধু এশিয়া মাইনরেই তুর্কি শক্তিকে সুদৃঢ় করেননি, বরং গ্রিক ও বলকানে রাজ্য সম্প্রসারণ করে তুর্কি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।

তুর্কি সুলতান প্রথম মুরাদ সিংহাসনে আরোহণ করে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন।  তার পিতার আমলে তুর্কি রাজ্য মর্মরা সাগরের উভয় তীরে দুইশ মাইল এবং একশ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর