মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জেগে থাক তিস্তার সম্ভাবনা

পানির ন্যায্য হিস্যা পেতে ঐক্যবদ্ধ থাকতে হবে

তিস্তা চুক্তিতে যেন থমকে দাঁড়িয়েছে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সাড়ে ৯০০ কোটি ডলার বা ৭৬ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে বাংলাদেশ। দুই দেশের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে তিন ডজন চুক্তি ও সমঝোতা স্মারক। কিন্তু তিস্তা নিয়ে চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় সব অর্জনই নিষ্প্রভ বলে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকালে তিস্তা চুক্তি সম্পাদিত হবে এমন ঘোষণা দুই পক্ষের কেউই বলেনি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দুই দেশের সরকারি পর্যায়ের সম্পর্ক এখন যেহেতু সর্বোচ্চ পর্যায়ে, সেহেতু সব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরকালেই তিস্তার পানিবণ্টনের অচলাবস্থা কেটে যাবে। তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল ২০১১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালেই। পানির সমবণ্টনেও রাজি হয় দুই দেশ। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। পরে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসে পূর্বসূরির মতোই তিস্তা চুক্তির প্রতিশ্রুতি দেন। গত ছয় বছরে ছিটমহল বিনিময় চুক্তিসহ দুই দেশের বেশকিছু অমীমাংসিত সমস্যার যেমন জট খুলেছে তেমন সহযোগিতার নানা ক্ষেত্রও উন্মোচিত হয়েছে। কিন্তু তিস্তা চুক্তি না হওয়ার অপ্রাপ্তি অন্যসব অর্জনকে যেভাবে গুরুত্বহীন করে তুলছে তা দুই পক্ষের জন্যই উদ্বেগের বিষয়। প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফরে তিস্তা চুক্তি স্বাক্ষরিত না হলেও এ বিষয়ে যে অগ্রগতি ঘটেছে তা আশাজাগানিয়া বলে অভিহিত করা যায়। প্রথমত বাংলাদেশকে পানি দেওয়ার যৌক্তিকতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করে নিয়েছেন। চলতি বছরের মধ্যে তিস্তা নিয়ে চুক্তি করা সম্ভব হবে এ ব্যাপারে সুস্পষ্ট প্রতিশ্রুতিও পাওয়া গেছে ভারত সরকারের কাছ থেকে। দুই দেশের সুসম্পর্ক এগিয়ে নেওয়া এবং সুসম্পর্কের সুফল ভোগ করতে হলে শুধু তিস্তা নয় অভিন্ন সব নদীর পানিবণ্টনে ইতিবাচক সমঝোতায় আসতে হবে। গঙ্গা ব্যারাজ নিয়েও সমঝোতা একইভাবে জরুরি। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পেতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুই দেশের সম্পর্ক নিয়ে অপরাজনীতির বদলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর পথ রচনা করতে হবে। তিস্তার পানিবণ্টনে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রতিশ্রুতি পাশ কাটানোর সুযোগ নেই। তা যাতে দ্রুত অর্জিত হয় নিরন্তর সে চেষ্টাই বাংলাদেশকে চালাতে হবে।

সর্বশেষ খবর