মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তওবায় পাপ থাকে না

মাওলানা আবদুর রশিদ

তওবার মাধ্যমে গুনা থেকে মাফ পাওয়া যায়। হজরত আবু সাইদ সাদ ইবনে মালিক সিনান খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জমানায় এক লোক ৯৯ জন মানুষ হত্যা করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করলে তাকে একজন সংসারবিরাগী খ্রিস্টান দরবেশের কথা বলে দেওয়া হলো। সে তার কাছে গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? দরবেশ বলল, তোমার কোনো তওবার সুযোগ নেই। এতে লোকটি খ্রিস্টান দরবেশকে হত্যা করে হত্যার সংখ্যা ১০০-তে পূরণ করে। তারপর আবার সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞাসা করায় তাকে এক আলেমের কথা বলে দেওয়া হলো। সেই ব্যক্তি তার কাছে গিয়ে বলল, আমি ১০০ মানুষ হত্যা করেছি। এখন আমার জন্য তওবার কোনো সুযোগ আছে কিনা? আলেম বললেন, হ্যাঁ, অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। তবে তোমার তওবার প্রতিবন্ধক হতে পারে। তুমি অমুক জায়গায় চলে যাও। সেখানে কিছুসংখ্যক লোক আল্লাহর ইবাদত করছে। তুমিও তাদের সঙ্গে ইবাদত কর। আর তুমি দেশে ফিরে যেও না। তা খারাপই জায়গা। লোকটিকে যেখানে যেতে বলল, সেদিক চলতে থাকে। অর্ধেক পথ যাওয়ার পর তার মৃত্যু হয়ে যায়। তখন রহমতের ফেরেশতারা বলল, এই লোকটি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। কিন্তু আজাবের ফেরেশতারা বলতে লাগল, লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি। এমন সময় আর এক ফেরেশতা মানুষরূপ ধারণ করে তাদের কাছে আসে। তখন তারা তাকেই এ বিষয়ের মধ্যস্থতাকারী অর্থাৎ বিচারক মেনে নিল। বিচারক বলল, তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখ। যে দিকটি কাছাকাছি হয় সেটিরই অন্তর্ভুক্ত হবে সে। কাজেই জায়গা মাপার পর যে স্থানের উদ্দেশে সে আসতে ছিল তাকে সে স্থানটির কাছাকাছি পাওয়া যায় এবং রহমতের ফেরেশতারা লোকটির প্রাণ বের করে নিয়ে যায়। [বুখারি ও মুসলিম]।

লেখক : ইসলামী গবেষক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর