বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ট্যানারি শিল্পের পুনর্বাসন

দ্রুত পদক্ষেপ নিন

ট্যানারি মালিক ও শ্রমিকরা সরকারের বিরুদ্ধে এ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছেন। ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না যুক্তির পুনরাবৃত্তি তুলে তারা এ শিল্পে সৃষ্ট সংকটের দায় এড়িয়ে সরকারের ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে তাকে হাস্যকর বললেও কম বলা হবে। সবারই জানা, ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের প্রক্রিয়া ঝুলে ছিল বছরের পর বছর ধরে। ট্যানারি মালিকদের গাছেরটা খাব তলেরটা খাব নীতির কারণে স্থানান্তরের ক্ষেত্রে সময়ক্ষেপণ ঘটেছে অনিবার্যভাবে। সাভারে তাদের জন্য প্লট বরাদ্দ ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলেও হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে তারা একের পর এক অজুহাত খাড়া করার চেষ্টা করেছেন। আদালতের হুকুম তামিল না করারও ধৃষ্টতা দেখিয়েছেন। সরকারকে চাপের মুখে রেখে সুবিধা আদায়ের এ অপপ্রক্রিয়া অবশ্য তাদের জন্য সুখকর হয়নি। আদালতের নির্দেশে হাজারীবাগের ট্যানারির বিদ্যুৎ গ্যাস পানির সংযোগ বন্ধ করে দেওয়ার পর বেয়াড়া ট্যানারি মালিকদের জন্য শ্যাম ও কুল দুটিই হারানোর বিপদ সৃষ্টি হয়েছে। সময়মতো ট্যানারি সরিয়ে না নেওয়ায় তাদের সমূহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ট্যানারি মালিকদের দাবি, সাভার ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তরে সময়ক্ষেপণের জন্য তারা নন, সরকারই দায়ী। তাদের অনেকেই এখনো প্লট বুঝে পাননি। বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দেওয়া হয়নি। হাজারীবাগের ট্যানারি বন্ধ হয়ে যাওয়ায় তারা যেমন বিপাকে পড়েছেন তেমন গ্যাস বিদ্যুৎ পানিসহ অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে সাভারে ট্যানারি চালু করতে পারছেন না।  শ্রমিকরাও বেকার হয়ে পড়েছেন। সাভারে ট্যানারি শিল্পের পুনর্বাসনের স্বার্থে যেসব ট্যানারিতে গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ নেই, দ্রুত সংযোগদানের উদ্যোগ নিতে হবে।  সাভার ট্যানারি শিল্পনগরীর অসমাপ্ত সব নির্মাণ কাজও দ্রুত সম্পন্ন করতে হবে।

সর্বশেষ খবর