বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইসলাম উদার নীতির ধর্ম

মুফতি আইনুল ইসলাম কান্ধলবী

ইসলাম উদার নীতির ধর্ম

ইসলাম মহানুভবতা ও উদারতা শিক্ষা দেয়। বর্ণিত আছে একজন অমুসলিম বৃদ্ধকে হজরত ওমর (রা.) ভিক্ষা করতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কেন ভিক্ষা কর? সে বলল আমার কাছে অর্থ-সম্পদ নেই, অথচ আমাকে জিজিয়া আদায় করতে হয়। হজরত ওমর (রা.) তখন বললেন আমরা তোমার প্রতি সুবিচার করিনি। তোমার যৌবনের রোজগার আমরা খেয়েছি। এখন এই বৃদ্ধ লোকদের কাছে থেকে জিজিয়া গ্রহণ কর না। (বায়হাকি) ইমাম আবু ইউসুফ (র.) হিশাম ইবনে ওরওয়া ইবনে জোবায়ের ইবনে আওয়ামের সূত্র থেকে বর্ণনা করেছেন যে, হজরত ওমর (রা.) সিরিয়া থেকে প্রত্যাবর্তনকালে একটি স্থান অতিক্রম করলেন। সেখানে তিনি দেখলেন কিছু লোককে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তাদের মাথা থেকে তেল পড়ছে। তিনি জিজ্ঞাসা করলেন কী হয়েছে? লোকেরা বলল তাদের জন্য জিজিয়া ওয়াজিব, কিন্তু তারা আদায় করছে না। এ জন্য তাদের সঙ্গে এই ব্যবহার করা হয়েছে। হজরত ওমর (রা.) জিজ্ঞাসা করলেন জিজিয়া আদায় করার ব্যাপারে তাদের অসুবিধা কী? লোকেরা বলল এরা তাদের দারিদ্র্যের কথা বলছে। হজরত ওমর (রা.) তখন বললেন এদের ছেড়ে দাও। আর মানুষকে তাদের সাধ্যের অতিরিক্ত কষ্ট দিও না। আমি শ্রবণ করেছি হুজুর (সা.) ইরশাদ করেছেন, তোমরা মানুষকে কষ্ট দিও না। যারা দুনিয়ায় মানুষকে কষ্ট দেবে আল্লাহপাক কিয়ামতের দিন তাদের আজাব দেবেন। এরপর তিনি তাদের ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। ইমাম আবু হানিফা (র.) লিখেছেন, আমি একজন বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে এই হাদিস শ্রবণ করেছি যে, হুজুর (সা.) হজরত আবদুল্লাহ ইবনে আরকামকে জিম্মিদের থেকে জিজিয়া উসুল করার দায়িত্ব অর্পণ করলেন। আবদুল্লাহ যখন দায়িত্ব পালনে রওনা হলেন তখন তাকে ডাক দিয়ে তিনি বললেন শ্রবণ কর যে, এমন কোনো ব্যক্তির ওপর জুলুম করবে যার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে অথবা কোনো লোককে তার সাধ্যাতীত কষ্ট দেবে আর তার সন্তুষ্টির প্রতি লক্ষ্য না করবে কিয়ামতের দিন আমি তার পক্ষে ওই ব্যক্তির তরফ থেকে ঝগড়া করব। ইসলামী শরিয়ত এ সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণা করছে যে, শিশু, পাগল এবং মহিলাদের ওপর জিজিয়া ওয়াজিব নয়। কেননা এরা কোনো শাস্তির যোগ্য নয়। তাই তাদের প্রতি জিজিয়া নেই। আবু উবাইদা কিতাবুল আমওয়ালে ওরওয়ার বর্ণনায় উদ্ধৃতি দিয়েছেন যে, হুজুর (সা.) ইয়েমেনবাসী সম্পর্কে লিখে পাঠিয়েছিলেন যে, কোনো ইহুদি বা খ্রিস্টানকে তার ধর্ম ত্যাগে যেন বাধ্য না করা হয়। এই জন্য যে, ইসলাম হলো উদার এবং শান্তির ধর্ম। আল্লাহতায়ালা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন।  আমিন।   

লেখক : প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দারুস সালাম মাদ্রাসা কুড়িল, বিশ্বরোড, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর