বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আর নয় বাল্যবিয়ে

ঘাসফুলের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়ুক

ময়মনসিংহের নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির সাত ছাত্রী স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকিয়ে সাহসিকতার যে দৃষ্টান্ত রেখেছে তা দেশের সব ছাত্রীর জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। মেয়েদের উত্ত্যক্তকরণের প্রতিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে ওই বিদ্যালয়ের সাত ছাত্রী ঘাসফুল নামের একটি সংগঠন গড়ে তোলে। এ সংগঠনের সদস্যরা খবর পায় গত মঙ্গলবার তাদের স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। তারা নিজেরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় এ বাল্যবিয়ে প্রতিরোধ করবে। এ জন্য বাল্যবিয়ের শিকার সংশ্লিষ্ট ছাত্রীর অভিভাবকদের বুঝানোর চেষ্টা করে তারা। তাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর তারা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানায়। তিনি ছাত্রীদের এ সংক্রান্ত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা  অভিযোগ পাওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বাল্যবিয়ে বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মহিলা বিষয়ক কর্মকর্তা ঘাসফুলের সদস্যদের নিয়ে বিয়ের আসরে উপস্থিত হয়ে বাল্যবিয়ে ঠেকিয়ে দেন। নান্দাইল পাইলট স্কুলের প্রধান শিক্ষকের বরাত দিয়ে সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে ঘাসফুলের সদস্যরা পড়াশোনার পাশাপাশি অন্যদের ইভ টিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করছে। তিনি তাদের কার্যক্রমের প্রশংসা করে এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রীদের সংগঠন ঘাসফুল তাদের সহপাঠীর বাল্যবিয়ে ঠেকিয়ে যে দৃষ্টান্ত রেখেছে তা দেশের সব ছাত্রীর জন্য অনুসরণীয় বলে বিবেচিত হওয়া উচিত। ইভ টিজিং ও বাল্যবিয়ে বন্ধে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা এভাবে সংগঠিত হলে এই দুই আপদ থেকে জাতি অনেকাংশে রক্ষা পাবে। আমরা আশা করব নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রীদের সংগঠন ঘাসফুল প্রতিবাদের যে স্ফুলিঙ্গ গড়ে তুলেছে তা ছড়িয়ে পড়বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে। ছাত্রীদের শিক্ষাজীবনের দুই শত্রু ইভ জিটিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে সারা দেশে গড়ে উঠবে ঘাসফুলের অনুকরণে সংগঠন। এসব সংগঠনের প্রতি সরকার বা প্রশাসনের সহায়তা দানের বিষয়টিও ভেবে দেখতে হবে। নান্দাইলের ঘাসফুল সদস্যদের আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর