রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুমিনদের ধৈর্যের পুরস্কার জান্নাত

মাওলানা রুকনুজ্জামান আকন্দ

মুমিনদের ধৈর্যের পুরস্কার জান্নাত

আল্লাহ বলেন, ‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ও ক্ষুধা দিয়ে, ধন-সম্পদ ও শস্যের অভাব দিয়ে, আর জীবনের ক্ষতি দিয়ে। সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ (সূরা বাকারা : ১৫৫।) সুখের সময় আনন্দে আত্মহারা না হয়ে কৃতজ্ঞতার শির অবনত করা আর দুঃখের সময় কষ্টে মুষড়ে না পড়ে ধৈর্যের পরিচয় দেওয়া অনুগত বান্দার একান্ত কর্তব্য। এ সম্পর্কে আল্লাহতায়ালা বলেন, ‘কোনো বিপদ এলে যারা বলে, আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে- এদের ওপর তাদের প্রভুর প্রেম ও দয়া অঝোর ধারায় বর্ষিত হবে। আর জেনে রাখ! এরাই সঠিক সুপথগামী।’ (সূরা বাকারা : ১৫৬-৫৭।) সবরের আলোচনায় প্রখ্যাত ইবনে কাসির (র.) বলেন, ‘বিপদে-আপদে হতাশ না হয়ে ধৈর্য অবলম্বন করা ওয়াজিব।’ দলিল হিসেবে তিনি এ আয়াত পেশ করেন। আল্লাহ বলেন, ‘ওহে তোমরা যারা ইমান এনেছ! তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও; নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন।’ (সূরা বাকারা : ১৫৩)। হাদিস শরিফে এসেছে, ‘রসুল (সা.) কোনো মুসিবতে পড়লে হা-হুতাশ করতেন না। তিনি (সা.) সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন।’ (ইবনে কাসির)।

সবর তথা ধৈর্য অবলম্বনের ফজিলত অনেক। ইমাম জায়নুল আবেদীন (র.) ধৈর্যশীলদের মর্যাদা ও ফজিলত সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির তার তাফসিরে হাদিসটি উল্লেখ করেছেন। ‘কেয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ধৈর্যশীলরা কোথায়! আপনারা বিনা হিসাবে জান্নাতে চলে যান। ঘোষণা শুনে একদল লোক বেহেশতের পথে রওনা করবে। ফেরেশতারা বলবে, আপনারা কারা? কোথায় যাচ্ছেন? তারা বলবে, আমরা ধৈর্যশীল বান্দা; জান্নাতে যাচ্ছি। ফেরেশতারা বলবে, এখনো তো হিসাব-নিকাশ হয়নি। ধৈর্যশীল বান্দারা বলবে, আমাদের হিসাবের আগেই জান্নাতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার ফেরেশতারা বলবে, তাহলে আপনারা তো খুবই মর্যাদাবান ও আমলদার বান্দা। আপনাদের সেই আমল সম্পর্কে বলুন যার বিনিময়ে এ গৌরবময় ফলাফল অর্জন করেছেন। তারা বলবে, দুনিয়ার জীবনে আমরা সবরের জীবনযাপন করেছি। আল্লাহর পথে চলতে গিয়ে ও আল্লাহর বিধান মানতে গিয়ে অনেক ধরনের ত্যাগ ও বিপদের সম্মুখীন হয়েছি। এর বিনিময়ে আমরা কখনো অভাব-অভিযোগ করিনি। সবসময় ধৈর্যের পরিচয় দিয়েছি। এসব শুনে ফেরেশতারা বলবে, মারহাবা! আপনাদের আমলের যথার্থ প্রতিদানই আপনারা পেয়েছেন।’ এদের সম্পর্কেই আল্লাহতায়ালা বলেছেন, ‘ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসাবে দেওয়া হবে।’ (সূরা জুমার : ১০)।

     লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর